পিউরিটি পানির ফিল্টার দাম | পানির ফিল্টার কোনটা ভালো ২০২৩

পিউরিটি পানির ফিল্টার দাম: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনি কি বর্তমান সময়ে একটি পিউরিটি পানির ফিল্টার কিনতে চাচ্ছেন?

যদি আপনার উত্তরটি হয়ে থাকে হ্যাঁ তাহলে আমি বলবো আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেরা কিছু পিউরিটি পানির ফিল্টার দাম ও এর গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে বিস্তারিত।


তাই যে সকল পাঠক বন্ধুগণ দোকানে অথবা আপনার বাড়ির জন্য স্বল্প মূল্যে সেরা পিউরিটি পানির ফিল্টার কিনতে চাচ্ছেন তারা আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন। আমি আশা রাখতেছি আজকের আর্টিকেলটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন তাহলে পিউরিটি পানির ফিল্টারের দাম বা এই এই সম্পর্কে অন্য কোন আর্টিকেল আপনার আর পড়তে হবে না।

পানির ফিল্টার দাম

পানির ফিল্টার দাম । ২০০০ টাকার মধ্যে পানির ফিল্টার


আমাদের প্রতিটি মানুষের সুস্থ থাকার জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাবার ও দূষণমুক্ত পানি। কিন্তু বর্তমান সময়ে পরিবেশ এবং পানি যেই হারে দূষিত হচ্ছে তাতে নিরাপদ এবং দূষণমুক্ত পানি পাওয়া খুবই কঠিন হয়ে উঠেছে। এ সময় যদি আপনি অনিরাপদ এবং দূষণ যুক্ত পানি পান করেন এতে আপনিসহ আপনার পরিবার নানা প্রকার রোগে আক্রান্ত হবে। 


এর ফলে যেমন আপনার শরীরের ক্ষতি হবে এবং সেই সাথে অর্থেরও অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আপনি যদি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে একটি পানির ফিল্টার কেনার কথা ভেবে থাকেন তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কিছু সেরা পানির ফিল্টারের দাম ও এর ফিচার সম্পর্কে।


পানির ফিল্টার কত ধরনের হয়ে থাকে?


যারা পানির ফিল্টার কিনার কথা ভাবছেন তাদের মাথায় অবশ্যই একটা প্রশ্ন আসে যে পানির ফিল্টার কত ধরনের হয়ে থাকে? বর্তমানে বাংলাদেশের বাজারে হাজারো পানের ফিল্টার থাকলেও পানির ফিল্টার মূলত তিন ধরনের হয়ে থাকে। আর সেগুলো হলো


১. সাধারণ কালো পাথরের পানির ফিল্টার।

২. পিউরিং কিট পানির ফিল্টার।

৩. ইলেকট্রিক বা বৈদ্যুতিক পানির ফিল্টার।


1.ওয়াটার পিউরিফায়ার-WWP-SH28L | পানির ফিল্টার দাম


আজকের এই আর্টিকেলে সর্বপ্রথম যে পানির ফিল্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়ালটন কোম্পানির একটি পানির ফিল্টার। যার মডেলটি হলো Water Purifier-WWP-SH28L। এই ওয়াটার পিউরিফায়ারটির পানি ধারণক্ষমতা ২৮ লিটার। অর্থাৎ আপনি এই ওয়াটার পিউরিফায়ারটির মাধ্যমে ২৮ লিটার পানি একই সাথে বিশুদ্ধকরণ করতে পারবেন। 


এই পানির ফিল্টারটিতে ব্যবহার করা হয়েছে ৯ টি ধাপে পানি পরিশোধন ব্যবস্থা। এই পানের ফিল্টারটির মাধ্যমে পানি বিশুদ্ধকরণ করলে পানির পিএইচ মান বজায় রাখে। পানির অপ্রীতিকর রং এবং দুর্গন্ধ দূর করে। বর্তমানে এই পানির ফিল্ডারটি বাংলাদেশের দাম মাত্র ৩৯৯০ টাকা


পানির ফিল্টার দাম

ওয়াটার পিউরিফায়ার-WWP-SH28L এর বৈশিষ্ট্য


  • ব্রান্ড: ওয়ালটন।

  • মডেল: WWP-SH28L

  • ধরন: ওয়াটার পিউরিফায়ার।

  • ৯ টি ধাপে পরিশোধন ব্যবস্থা।

  • ধারণ ক্ষমতা: ২৮ লিটার।

  • মূল্য: ৩৩৯০ টাকা।


যে সকল বন্ধুগণ ওয়ালটন কোম্পানির একটি ওয়াটার পিউরিফায়ার কিনবেন তারা চাইলে এই ওয়াটার পিউরিফায়ার টি কিনতে পারেন। কারণ এই পানির ফিল্টারটিতে রয়েছে ৯ ধাপে পরিশোধন ব্যবস্থা। এছাড়াও দামে কম হল মানে অনেকটাই ভালো। আপনি যদি এই পণ্যটি আপনার বাসায় থেকেই কিনতে চান তাহলে অবশ্যই ওয়ালটনের ওয়ালকার্ট ওয়েবসাইটটিতে প্রবেশ করে অনলাইনে অর্ডার করতে পারবেন।


2.Pureit Classic 23L পানির ফিল্টারের দাম


এখন যে পানির ফিল্টারটি নিয়ে আলোচনা করব এটি হলো বাংলাদেশের সেরা কোম্পানি ইউনিলিভার এর একটি প্রোডাক্ট বা পণ্য। বাংলাদেশের বাজারে সেরা পানির ফিল্টার গুলোর মধ্যে অন্যতম হলো ইউনিলিভারের পানির ফিল্টারগুলো। ইউনিলিভার এর এই পানির ফিল্টারটির ধারণক্ষমতা সর্বোচ্চ ২৩ লিটার। এই পানের ফিল্টারটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক জার্ম কিলার কিট প্রযুক্তি।


যার ফলে পানিতে থাকা ভাইরাস গুলো এই কিটের মাধ্যমে পরিশোধিত হয়। এই পানির ফিল্টারটিতে রয়েছে ৪ টি লেয়ারে পানি পরিশোধন ব্যবস্থা।Pureit Classic পানির ফিল্টারটির উচ্চতা ৬১ সেন্টিমিটার। এবং এর ওজন ৪.১ কেজি। এই পানির ফিল্টারটি ঘণ্টায় ৫ থেকে ৬ লিটার পানি পরিশোধন করতে পারে। এই পানির ফিল্টারটির ডিজাইন এবং উদ্ভাবনী ন্যানো প্রযুক্তির উপর ভিত্তি করে লেদার ল্যান্ডে ডেভলপমেন্ট করা হয়েছে।


বর্তমানে Pureit Classic 23L এই পানির ফিল্টারটির দাম মাত্র ৳  4,999 ।


পানির ফিল্টার দাম

Pureit Classic 23L পানির ফিল্টারটির বৈশিষ্ট্য


  • ব্রান্ড: পিউরিট

  • মডেল: Pureit Classic 23L

  • ধরন: ওয়াটার পিউরিফায়ার

  • রয়েছে এক্টিভেটেড কার্বন লেয়ার তা পানির স্বাদ উন্নত করে এবং পানিতে থাকা ক্লোরিন অপসারণ করে।

  • ধারণ ক্ষমতা:২৩ লিটার ।

  • মূল্য  মাত্র: ৳৪৯৯৯ টাকা ।


যে সকল বন্ধুগণ চাচ্ছেন ৪৯৯৯ টাকার ভিতরে পিউরেট কোম্পানির একটি ওয়াটার পিউরিফায়ার কিনবেন।তারা চাইলে এই ২৩ লিটার পানির ফিল্টারটি কিনতে পারেন।


3.Drinkit Water Purifier Blue পানির ফিল্টার দাম।


এই পানির ফিল্ডারটি হলো Drinkit কোম্পানির একটি পানির ফিল্টার। এই পানির ফিল্টারটির ধারণ ক্ষমতা ২৪ লিটার। যার প্রাথমিক চেম্বার এর পানি ধারণ ক্ষমতা ১১ লিটার এবং বিশুদ্ধ পানির চেম্বার এর ধারন ক্ষমতা ১৩ লিটার। এই পানির ফিল্টারটি ব্যবহার করে (পানির গুণাবলী ও চাপের উপর নির্ভর করে) ঘন্টায় এক থেকে দেড় লিটার পানি বিশুদ্ধ করতে পারবে।


Drinkit Water Purifier টিতে ব্যবহার করা হয়েছে ৪ ধাপে ন্যানো প্রযুক্তির পরিশোধন ব্যবস্থা। এই ওয়াটার পিউরিফায়ার টির কালার ব্লু। এই পিউরিফায়ার টি ব্যবহার করা খুবই সহজ আপনি চাইলেই আপনার ঘরের দেয়ালের ঝুলিয়ে রাখতে পারবেন। পানির ফিল্টারটি দেখতে ছোট এবং যেন অনেক হালকা তাই বাসার যে কোন জায়গায় রাখতে পারবেন।


পানির ফিল্টার দাম

Drinkit Water Purifier Blue পানির ফিল্টার এর বৈশিষ্ট্য


  • ব্রান্ড: Drinkit

  • মডেল: Drinkit Water Purifier Blue

  • ধরন: ওয়াটার পিউরিফায়ার

  • পরিশোধন ব্যবস্থা: ৪ স্টেপ ন্যানো প্রযুক্তি

  • ধারণ ক্ষমতা: ২৪ লিটার

  • মূল্য মাত্র: ৳৩১৬৮


যে সকল বন্ধুগণের বাসায় জায়গা কম এবং পরিবার ছোট অর্থাৎ পরিবার সদস্য কম সেই সকল বন্ধুগণ চাইলেই অল্প টাকার ভিতরে এই পানির ফিল্টারটি কিনতে পারেন।




4.Safe Way Water Strainer 28L-White পানির ফিল্টার দাম।


আজকের এই আর্টিকেলে সর্বশেষ যে পানির ফিল্টার তিনি আলোচনা করব সেটি হল RFL Houseware কোম্পানির একটি পানির ফিল্টার। যার মডেলটি হলো Safe Way Water Strainer । এ পানির ফিল্টারটিতে ২৮ লিটার পর্যন্ত পানি রাখতে পারবেন।


এই পানির ফিল্টারটিতে ব্যবহার করা হয়েছে আটটি ধাপে পরিশোধন ব্যবস্থা। যা পানিতে থাকা দৃশ্যমান ময়লা এবং জৈব রাসায়নিক ক্লোরিন অপসারণ করে বিশুদ্ধ করে। এবং পানির পিএইচ মাত্রা পুনরুদ্ধার করে। এই পানির ফিল্টারটি প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে তবে প্লাস্টিকগুলো শতভাগ ফুড গ্রেড প্লাস্টিক উপাদান অর্থাৎ সুস্বাস্থ্যকর প্লাস্টিক ধারা এই পানির ফিল্টারটি তৈরি করা হয়েছে।


বর্তমানে Safe Way Water Strainer 28L-White পানির ফিল্টার দাম ৳২৭০০


Safe Way Water Strainer 28L-White পানির ফিল্টার এর বৈশিষ্ট্য


  • ব্রান্ড: RFL Houseware

  • মডেল: Safe Way Water Strainer 28L-White

  • ধরন: ওয়াটার পিউরিফায়ার

  • ধারণ ক্ষমতা: ২৮ লিটার

  • মূল্য মাত্র: ৳২৭০০


যে সকল বন্ধুগণ চাচ্ছেন ৩০০০ টাকার ভিতরে আরএফএল গ্রুপের একটি ওয়াটার পিউরিফায়ার কিনবেন তারা চাইলে আরএফএল এর এই ওয়াটার পিউরিফায়ার টি কিনতে পারেন।


পানির ফিল্টার এর দাম সম্পর্কে আরো জানতে ভিডিও দেখুন…

শেষ কথা:


আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি পিউরিটি পানির ফিল্টার দাম সম্পর্কে। আশা করি আপনি পিউরিটি পানির ফিল্টারের দাম এবং এর ফিচার সম্পর্কে জানতে পেরেছেন।


আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন। যাতে আপনার বন্ধুরাও পিউরিটি পানি ফিল্টার দাম সম্পর্কে জানতে পারে।


ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব সাইটটিতে ভিজিট করার জন্য। এরকম সকল নিত্য নতুন সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চলে আসুন আমাদের Basictech24.com (বেসিক টেক টোয়েন্টিফোর. কম) ওয়েবসাইটটিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *