বাংলা ইংরেজি কিবোর্ড | মোবাইলের জন্য সহজ বাংলা ও ইংরেজি কিবোর্ড

বাংলা ইংরেজি কিবোর্ড: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভাল আছেন। আজকের আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলা ইংরেজি কিবোর্ড সম্পর্কে। এবং এ আর্টিকেলে আমি আরো আলোচনা করব মোবাইলের জন্য সহজ বাংলা ও ইংরেজি কিবোর্ড কোনগুলো সেই সম্পর্কে বিস্তারিত।

তাই আপনারা যারা গুগল এ বাংলা ইংরেজি কিবোর্ড বা মোবাইলের জন্য সহজ বাংলা ও ইংরেজি কিবোর্ড কোনগুলো সেই সম্পর্কে খোঁজাখুঁজি করছেন। তাদেরকে বলব আপনি একদম সঠিক জায়গায় এসেছেন কেননা আজকের আর্টিকেলটি আমাদের মূল আলোচনার বিষয় হলো বাংলা ইংরেজি কিবোর্ড নিয়ে। তাই ধৈর্য সহকারে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।


আমি আশা রাখতেছি যে আজকের আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে বাংলা ইংরেজি কিবোর্ড সম্পর্কিত অন্য কোন আর্টিকেল পড়তে হবে না। তো চলুন শুরু করা যাক,


বাংলা ইংরেজি কিবোর্ড
বাংলা ইংরেজি কিবোর্ড

বাংলা ইংরেজি কিবোর্ড। মোবাইলের সহজ বাংলা ও ইংরেজি কিবোর্ড


বর্তমান সময়ে আমরা যারা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছি তারা অনলাইনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় লেখালেখি বা ফেসবুক মেসেঞ্জার চ্যাটিং করতে ইংরেজি ব্যবহার করে থাকি। ঠিক এই সময়টাতে আমাদের ইংরেজিতে টাইপিং করতে তেমন দুর্বলতা নয় তবে আমরা যখন কোন কিছু বাংলাতে টাইপিং করতে যাই তখন আমাদের কাছে খুবই কঠিন লাগে।


তার কারণ হতে পারে আপনি বাংলা টাইপিং এ অভিজ্ঞতা সম্পন্ন নয় অথবা আপনি মোবাইলে যে কীবোর্ড টি ব্যবহার করতেছেন সেটির লেআউট একটু কঠিন। যার কারণে আপনি ঠিকঠাক ভাবে বাংলা টাইপিং করতে পারছেন না। তাদের সাহায্য করার জন্য আমি সেরা কিছু বাংলা ইংরেজি কিবোর্ড এবং মোবাইলের জন্য সেরা কিছু বাংলা ইংরেজি কিবোর্ড সম্পর্কে আপনাদেরকে জানাবো।


1.Gboard Keyboard:বাংলা ইংরেজি কিবোর্ড।


আজকে এই পোস্টের সর্বপ্রথম যে কিবোর্ডটি নিয়ে আলোচনা করব সেটি হলো জিবোর্ড কিবোর্ড। যারা মোটামুটি স্মার্ট ফোন ব্যবহার করেন এবং ইন্টারনেট ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে গুগল তাদের ব্যবহারকারীর জন্য বিভিন্ন app ফ্রিতে ব্যবহারের সুযোগ রেখেছে। ঠিক তেমনি একটি ফ্রি বাংলা ইংরেজি কিবোর্ড অ্যাপ জি-বোর্ড কিবোর্ড। এটি গুগলের একটি নিজস্ব কিবোর্ড অ্যাপ যা মোবাইলে ব্যবহার করার জন্য খুবই জনপ্রিয়। বর্তমানে এই জি বোর্ড কিবোর্ডটি গুগল প্লে স্টোরে ডাউনলোড হয়েছে ৫ বিলিয়নেরও বেশি বার।


এখন নিশ্চয় বুঝতে পারছেন কি বিপুল সংখ্যক মোবাইল ব্যবহারকারী এই গুগলের নিজস্ব কিবোর্ড তাদের মোবাইলে ব্যবহার করছে।


Gboard Keyboard Features


গুগলের এই জিবোর্ড কিবোর্ডটিতে রয়েছে আশ্চর্যজনক কিছু ফিচার। যেমন,


  • যেকোনো ভাষায় ব্যবহার উপযোগী একটি কিবোর্ড।

  • ভয়েস টাইপিং সিস্টেম।

  • এবং এই কিবোর্ডটিতে রয়েছে রিয়েল টাইম ট্রান্সলেশন সিস্টেম।

  • ক্লিপবোর্ড হিস্ট্রি সিস্টেম।

  • রয়েছে নাম্বারিং, লেআউট।

  • এবং আরো রয়েছে বিভিন্ন আইকনিক লেআউট।

  • আরো রয়েছে আশ্চর্যজনক এবং জনপ্রিয় কিছু ইমোজি লেআউট।


সত্য কথা বলতে গেলে জিবোর্ড কিবোর্ড এর ফিচারগুলো লিস্ট আকারে বলে শেষ করা যাবে না। আপনি যখন জিবোর্ড কিবোর্ড আপনার মোবাইলটিতে ব্যবহার করতে শুরু করবেন তখন নিজেই বুঝতে পারবেন এর ব্যবহারকারীর অভিজ্ঞতা কতটুকু ভালো। এই কিবোর্ডটিতে রয়েছে ভয়েস টাইপিং সিস্টেম যার মাধ্যমে আপনার টাইপিং অভিজ্ঞতা ছাড়াই মুখে বলার মাধ্যমে যে কোন ভাষায় লিখতে পারবেন। খুবই অল্প সময়ে অধিক পরিমাণে কোন লেখালেখির কাজ আপনি ভয়েস টাইপিং এর মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারবেন।


জিবোর্ড কিবোর্ড এর ভয়েস টাইপিং সিস্টেম ফিচারটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তাই আপনারা যারা এখনো জিবোর্ড কি-বোর্ডটি আপনার মোবাইলে ব্যবহার করেননি তারা গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে জিবোর্ড কিবোর্ডটি ইন্সটল করে ব্যবহার শুরু করে দেন।


2.Ridmik Keyboard: বাংলা ইংরেজি কীবোর্ড।


আজকের এই পোস্টের দ্বিতীয়ত যে কিবোর্ড নিয়ে আলোচনা করব সেটি হল রিদ্মিক কিবোর্ড। কমবেশি এখন মোটামুটি সবাই আমরা এই রিদ্মিক কিবোর্ড ব্যবহার করেই থাকি। বর্তমানে রিদ্মিক কিবোর্ডের জনপ্রিয়তা অনেক এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে এখন পর্যন্ত ৫০ মিলিয়নেরও বেশি ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপটি মূলত রিদ্মিক ল্যাবস এর একটি অ্যাপ।


অ্যাপস তাদের এই কিবোর্ডটি এখন পর্যন্ত ফ্রি ভার্সন রেখেছে মোবাইল ব্যবহারকারীদের জন্য। এই কীবোর্ড টি তো রয়েছে আকর্ষণীয় অনেক ফিচার। রিদমিক কিবোর্ড ব্যবহার করে আপনি যে কোন ভাষায় টাইপিং করতে পারবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই সেই ভাষাটি আগে ridmik সিস্টেমে ইন্সটল করতে হবে।


Ridmik Keyboard Features


  • খুব সহজেই বাংলা লেখার লে-আউট।

  • রয়েছে সংখ্যার লে-আউট।

  • রয়েছে ক্লিপবোর্ড সিস্টেম। যেখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে কোন লেখাকে কপি করে পিন করে রাখতে পারবেন যা আপনি যেকোনো সময় সেখান থেকে ব্যবহার করতে পারবেন।

  • রয়েছে আকর্ষণীয় সকল ইমোজি ফিচার লে-আউট।

  • এবং আরো রয়েছে অনেক বাই ডিফল্ট আকর্ষণীয় থিম।

  • ভয়েস টাইপিং সিস্টেম।


জি বোর্ড কিবোর্ড এর মতোই রিদ্মিক কিবোর্ডেও রয়েছে মোটামুটি সকল ফিচার। তবে রিদ্মিক কিবোর্ড এ ভয়েস টাইপিং ফিচারে রয়েছে একটু গোলযোগ। আপনি যদি ভয়েস টাইপিং করতে চান তাহলে অবশ্যই জিবোর্ড কিবোর্ডটি ব্যবহার করবেন।যেহেতু এটা গুগলের নিজস্ব একটি অ্যাপস তাই এখানে আপনি ভয়েস টাইপিং এ অনেক ভালো পারফরম্যান্স পাবেন।


3. Bangla Keyboard:Bangla typing


আপনি যদি কম এমবির কোন কিবোর্ড ব্যবহার করতে চান তাহলে এই কীবোর্ডটি ব্যবহার করতে পারেন। এই কিবোর্ড টি তো আপনি খুব সহজে বাংলা এবং ইংরেজি টাইপিং করতে পারবেন। এই কিবোর্ডটিরও মোটামুটি অনেক জনপ্রিয়তা রয়েছে। এই কিবোর্ডটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ১ মিলিয়নেরও বেশি ডাউনলোড করা হয়েছে। এই কিবোর্ড ব্যবহার করে আপনি ভয়েস টাইপিং করতে পারবেন।


Bangla keyboard Bangla typing feature


  • স্মুথলী বাংলা এবং ইংরেজি টাইপিং করতে পারবেন।

  • কিবোর্ডটিতে রয়েছে অটো কারেকশন এবং অটো ওয়ার্ড সাজেশন।

  • ভয়েস টাইপিং সিস্টেম।

  • আরো রয়েছে ১০০ বেশি আকর্ষণীয় থিম।

  • রয়েছে ইমোজি লেআউট।

  • আরো রয়েছে সংখ্যা লেআউট।


আপনারা যারা চাচ্ছেন বাংলা কিবোর্ড ব্যবহার করবেন তারা এই কিবোর্ডটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারবেন আপনার স্মার্টফোনে। এবং এ কিবোর্ডটিতে আকর্ষণীয় ফিচার হিসেবে রয়েছে অটো কারেকশন এবং সাজেশন ওয়ার্ড। যার মাধ্যমে আপনি কোন ভুল শব্দ লিখলে সেটা স্পেস বারে চাপ দেওয়ার সাথে সাথে সঠিক শব্দে রূপান্তর হয়ে যাবে।


শেষ কথা:


আশা করি বাংলা ইংরেজি কিবোর্ড বা মোবাইলের জন্য সহজ বাংলা ও ইংরেজিতে ভোট কোন গুলো এ বিষয়ে যারা খোঁজাখুঁজি করেছিলেন তারা সঠিক তথ্য জানতে পেরেছেন। আজকের আর্টিকেল সম্পর্কিত আপনার কোন মতামত থাকলে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।


আর হ্যাঁ আজকের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ।যাতে তারাও বাংলা ইংরেজি কিবোর্ড সম্পর্কে জানতে পারে।


ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব সাইটটিতে ভিজিট করার জন্য। এরকম সকল নিত্য নতুন সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চলে আসুন আমাদের Basictech24.com (বেসিক টেক টোয়েন্টিফোর. কম) ওয়েবসাইটটিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *