পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ | পালসার 125 সিসি বাংলাদেশ প্রাইস

পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ: আসসালামু আলাইকুম প্রিয় বাইক লাভার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন। যে সকল বন্ধুগণ বর্তমান সময়ে একটি পালসার বাইক কেনার কথা ভাবছেন কিন্তু পালসার বাইক এর দাম সম্পর্কে জানেন না তাদের সাহায্য করার লক্ষ্যেই আমরা নিয়ে এসেছি আজকের এই আর্টিকেলটি।

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ এবং পালসার বাইকগুলোর সংক্ষিপ্ত কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের আর্টিকেলটির সম্পূর্ণ করতে থাকুন এবং জেনে নিন পালসার বাইক দাম ২০২৩ সম্পর্কে।


পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ
Bajaj pulsar bike price

পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ


বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে হাজারো কোম্পানির বাইক রয়েছে তবে তার মধ্যে অন্যতম হলো বাজাজ কোম্পানির পালসার গাড়িগুলো। পালসার গাড়িগুলো দেখতে অনেক সুন্দর। যার ফলে কম বেশি আমাদের সকলেরই পালসার গাড়িগুলো অনেক ভালো লাগে। পালসার গাড়িগুলোর বাংলাদেশে অনেক জনপ্রিয়তা রয়েছে। পালসার গাড়ির বিভিন্ন মডেল হয়ে থাকে।


তো আপনাদের সাহায্য করার লক্ষ্যে পালসার গাড়িগুলোর মডেলের নাম এবং পালসার বাইক দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পালসার গাড়িগুলোর মডেল এবং এর দাম,

বাজাজ পালসার বাইক 150 টুইন ডিস্ক মডেলের দাম ৳192,500 টাকা।

বাজাজ পালসার বাইক 150 সিঙ্গেল ডিস্ক মডেলের দাম ৳1,69,000 টাকা।

বাজাজ পালসার বাইক NS160 FI ABS মডেলটির দাম ৳262,500 টাকা।

বাজাজ পালসার বাইক NS160 রিফ্রেশ মডেলের দাম ৳210,000 টাকা।

বাজাজ পালসার বাইক NS160 টুইন ডিস্ক মডেলের দাম ৳192,500 টাকা।

Bajaj Pulsar Bike 150 Twin Disc ABS মডেলের দাম ৳206,500 টাকা।

বাজাজ পালসার বাইক NS160 টুইন ডিস্ক মডেলের দাম ৳192,900 টাকা।

পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ

1.Bajaj Pulsar 150 Single Disc Price in BD । পালসার বাইক দাম

আজকের এই আর্টিকেলে সর্বপ্রথম যে এই বাইকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাজাজ কোম্পানির পালসার গাড়ি। এই পালসার গাড়িটির মডেল হলো Bajaj Pulsar 150 Single Disc । পালসার এর এই গাড়িটিতে দেওয়া হয়েছে উচ্চ গতি সম্পন্ন এবং শক্তিশালী ১৫০ সিসির ইঞ্জিন। যার সর্বোচ্চ গতি পাবেন ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। বাজাজ পালসার এই মোটরসাইকেলটিতে এক লিটার তেলে ৪৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন।

Bajaj Pulsar 150 Single Disc এই বাইকটিতে ৫ গিয়ারের ম্যানুয়াল গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এই মোটরসাইকেলটিতে সামনের চাকায় সিঙ্গেল ডিস্ক এবং পিছনে চাকায় ড্রাম ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোটরসাইকেলটিতে 35W Bulb With 2 Pilot Lamps (Halogen) হেড লাইট ব্যবহার করা হয়েছে। এবং ডিজিটাল স্পিড মিটার ব্যবহার করা হয়েছে।

বাজাজ পালসার ১৫০ সিসির এই মোটরসাইকেলটির জ্বালানী ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ১৫ লিটার। এবং সম্পূর্ণ মোটরসাইকেলটির ওজন ১৪৪ কেজি। Bajaj Pulsar 150 Single Disc এর বর্তমান বাংলাদেশে দাম ৳১৭৮,৫০০ টাকা

Bajaj Pulsar 150 Single Disc এর সংক্ষিপ্ত বৈশিষ্ট্য

  • Bike Name: Bajaj Pulsar 150 Single Disc

  • Brand: Bajaj

  • Bike Type: Standard

  • CC: 150 

  • Mileage: 45 Kmpl

  • Top Speed: 120 Kmph

  • Headlights: 35W Bulb With 2 Pilot Lamps (Halogen)

  • Speedometer: Digital

  • Fuel tank capacity: 15 L

  • Weight: 144 kg

  • Price in BD: ৳178,500 TK.

পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ

2.Bajaj Pulsar NS 160 Dual Disc Price । পালসার বাইক দাম কত

এই আর্টিকেলের দ্বিতীয়ত পালসার বাইকের যে মডেলটি নিয়ে আলোচনা করব সেটি হলো Bajaj Pulsar NS 160 Dual Disc । এটি একটি স্পোর্টস বাইক। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৬০ সিসি উচ্চ গতি সম্পন্ন একটি ইঞ্জিন। যা ঘন্টায় সর্বোচ্চ ১২৮ কিলোমিটার পর্যন্ত স্পিড দিতে পারে। পালসারের এই মডেলের বাইকটি ১ লিটার তেল দিয়ে ৩৮ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন।

এই মোটরসাইকেলটিতে ৫ গিয়ারের স্পিড সিস্টেম। বাজাজের এই মোটরসাইকেলটির সামনের চাকা এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাজাজ পালসার এনএস ১৬০ সিসির এই মোটরসাইকেলটির জ্বালানি ট্যাংকের ধারন ক্ষমতা ১২ লিটার। এবং এই মোটরসাইকেলটি সম্পূর্ণ ওজন ১৫১ কেজি।

Bajaj Pulsar NS 160 Dual Disc এর বর্তমান বাংলাদেশে দাম ৳১৯২,৯০০ টাকা

Bajaj Pulsar NS 160 Dual Disc সংক্ষিপ্ত বৈশিষ্ট্য

  • Bike Name: Bajaj Pulsar NS 160

  • Brand: Bajaj

  • Bike Type: Standard

  • CC: 160

  • Mileage: 38 Kmpl

  • Top Speed: 128 Kmph

  • Speedometer: Digital

  • Fuel tank capacity: 12 L

  • Weight: 151 kg

  • Price in BD: ৳192,900 TK.

যে সকল বাইক লাভার বন্ধুগণ চাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে ২ লক্ষ টাকার ভিতরে বাজাজ কোম্পানির পালসার গাড়ি কিনবেন তারা চাইলে পালসারের এই মডেলটি কিনতে পারেন। গাড়িটি স্ট্যান্ডার্ড ডিজাইনের যার ফলে সকল বয়সী ছেলেদের খুব সুন্দর দেখা যাবে।

পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ

3.Bajaj Pulsar 150 Twin Single Disc Price পালসার বাইক দাম কত

এখন পালসার বাইক এর দাম এর এই পোস্টে পালসারের যে মডেলের মোটরসাইকেলটি নিয়ে আলোচনা করব সেটি হলো Bajaj Pulsar 150 Twin Single Disc। বাজাজ কোম্পানির এই পালসার মোটরসাইকেলটি প্রথমত ২০১৮ সালে সন্তুষ্ট জনক এবং নিরাপত্তা বৈশিষ্ট্যসহ বাজারে আসে। মোটরসাইকেলটির পিছনের চাকা মোটা টায়ার নিরাপদ এবং রাইডিং এর জন্য সহায়ক।

বাজাজ কোম্পানির এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন। এই বাইকটির সর্বোচ্চ গতি ঘন্টায় ১২২ কিলোমিটার। এবং মাইলেজ পাবেন ৪০ কিলোমিটার পর্যন্ত অর্থাৎ ১ লিটার তেলে এই বাইকটি 40 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

পালসার এই বাইকটিতে ৫ গিয়ার সিস্টেম ও এই মোটরসাইকেলটির সামনে চাকা এবং পিছনের চাকায় ডিস্ক ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাজাজ পালসার ১৫০ সিসির এই গাড়িটির জ্বালানি ট্যাংকের ধারণ ক্ষমতা ১৫ লিটার। এবং এই গাড়িটির সম্পূর্ণ ওজন ১৫০ কেজি।

Bajaj Pulsar 150 Twin Single Disc এর বর্তমানে বাংলাদেশে দাম ৳ ২০৫,৫০০ টাকা

Bajaj Pulsar 150 Twin Single Disc এর সংক্ষিপ্ত বৈশিষ্ট্য

  • Bike Name: Bajaj Pulsar 150 Twin Single Disc 

  • Brand: Bajaj

  • Bike Type: Standard

  • CC: 150

  • Mileage: 40 Kmpl

  • Top Speed: 122 Kmph

  • Speedometer: Digital

  • Fuel tank capacity: 15 L

  • Weight: 150 kg

  • Price in BD: ৳205,500 TK.

বন্ধুরা এই ছিল Bajaj Pulsar 150 Twin Single Disc এর সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। যারা চাচ্ছেন 2 লক্ষ টাকার একটু বেশি ভেতরে একটি পালসার গাড়ি কিনবেন তারা চাইলে এই গাড়িটি কিনতে পারেন।

পালসার ১৫০ সিসি বর্তমান দাম

বর্তমানে বাংলাদেশের বাজারে বাজাজ পালসার ১৫০ সিসির মূলত দুইটি মডেলের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। এখন আমি সেই দুইটি মডেল এর নাম এবং পালসার ১৫০ সিসির বর্তমান দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো।

বাজাজ পালসার বাইক ১৫০ সিসি টুইন ডিস্ক মডেলের দাম ৳১ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা।


বাজাজ পালসার বাইক ১৫০ সিসি টুইন ডিস্ক ABS মডেলের দাম ৳২ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা।

শেষ কথা: 

আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সাথে পালসার বাইক দাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আশা করি পালসার বাইক দাম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো আজকের এই পোষ্টের কোন বাইকটি আপনার পছন্দ হলো এবং কোনটি কিনতে সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে বলবেন না।


আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন যাতে তারাও পালসার বাইক দাম ২০২৩ বাংলাদেশ | পালসার 125 সিসি বাংলাদেশ প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারে।


ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব সাইটটিতে ভিজিট করার জন্য। এরকম সকল নিত্য নতুন সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চলে আসুন আমাদের Basictech24.com (বেসিক টেক টোয়েন্টিফোর. কম) ওয়েবসাইটটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *