1 আনা সোনার দাম কত বাংলাদেশে | ১ রতি সোনার দাম কত ২০২৩

1 আনা সোনার দাম কত – ১ রতি সোনার দাম কত। আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাটিকা কেমন আছেন সবাই আশা রাখতেছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজ আমি এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এক আনা সোনার দাম কত বাংলাদেশে সে সম্পর্কে বিস্তারিত।

১ আনা সোনার দাম কত বাংলাদেশে
1 আনা সোনার দাম কত বাংলাদেশে

সোনা, রুচি সমৃদ্ধ গহনা বা অলংকার তৈরির মূল্যবান ধাতব পদার্থ। সোনার গহনা বা অলংকার বিশেষ করে মেয়েরা বেশি ব্যবহার করে থাকে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্যান্য ধর্মীয় বা ঘরোয়া যে কোন অনুষ্ঠানে মেয়েরা সোনার তৈরি গহনা বা অলংকার পরিধান করতে অধিক পছন্দ করে থাকে।

আমাদের মধ্যে কম বেশি সকলে জানি যে সারা বিশ্বেই সোনার দাম প্রতিনিয়তই উঠানামা করতে থাকে। বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশের সোনার বাজারে ঊর্ধ্বে গতি রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক মন্দা। বাংলাদেশে যেহেতু বিভিন্ন দেশ থেকে সোনা আমদানি করা হয়। এবং এই সোনার বাজার ডলার রেটের সাথে অনেকটাই সম্পৃক্ত। আর বর্তমানে ডলার রেট বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের সোনার বাজারে এর প্রভাব ফেলেছে যার ফলে বর্তমানে বাংলাদেশে সোনার বাজার অনেক বেশি।

যেহেতু সোনার বাজার প্রতিদিনই পরিবর্তিত হতে থাকে তো অনেকেই আছেন যে বাংলাদেশের স্বর্ণের সর্বশেষ আপডেট বাজার মূল্য গুলো জানার জন্য অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন। তাদের সাহায্য করার লক্ষ্যে আজকের এই আর্টিকেলটি। বাংলাদেশের বাজারে কয়েকটি ক্যাটাগরির সোনা রয়েছে এবং ক্যাটাগরি ভিত্তিক সেই সোনার মূল্য ভিন্নতা রয়েছে। আমরা এই পোস্টে সকল ক্যাটাগরির ১ আনা সোনার দাম কত সেই সম্পর্কে প্রকাশ করব।

১ আনা সোনার দাম কত বাংলাদেশে ২০২৩

বাংলাদেশ সহ প্রায় বিশ্বের প্রতিটি দেশে বর্তমান সময়ে স্বর্ণের দাম অনেক বেশি। এখন আপনি যদি একা না শুনার দাম কত বাংলাদেশে সেটি সম্পর্কে জানতে চান তার জন্য আপনাকে প্রথমেই জেনে নিতে হবে যে আপনি কত ক্যারেট সোনার দাম সম্পর্কে জানতে চাচ্ছেন। 

ধরুন, আপনি যদি ১৮ ক্যারেট সোনার এক আনা সোনার দাম কত সে সম্পর্কে জানতে চান তাহলে দামের ভিন্নতা হবে এবং ২১ ক্যারেট সোনার দাম এক আনা সোনার দাম কত জানতে চান সে ক্ষেত্রেও ভিন্নতা হবে। তবে চিন্তার কোন কারণ নেই কেননা নিচে প্রতি ক্যারেটের এক আনা সোনার দাম কত বাংলাদেশে তার একটি টেবিল উপস্থাপন করা হবে যেখান থেকে আপনি খুব সহজেই এক আনা সোনার দাম কত সে সম্পর্কে জানতে পারবেন।

বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) এর নির্ধারিত সর্বশেষ আপডেট বাজার মূল্য অনুযায়ী, বিভিন্ন ক্যারেটের এক আনা সোনার দাম কত,

১৮ ক্যারেট সোনার ১ আনা সোনার দাম ৳৫,১৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ১ ভরি সোনার দাম ৳৮২,৪৬৪ টাকা অনুযায়ী।

২১ ক্যারেট সোনার ১ আনা সোনার দাম ৳৬,০১৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ১ ভরি সোনার দাম ৳৯৬,২২৮ টাকা অনুযায়ী।

২২ ক্যারেট সোনার ১ আনা সোনার দাম ৳৬,২৯৮ টাকা। ২২ ক্যারেটের প্রতি ১ ভরি সোনার দাম ৳১০০,৭৭৬ টাকা অনুযায়ী।

তো এই ছিল ভিন্ন ভিন্ন ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম কত। আশা রাখতেছি উপরের তথ্য গুলোর মাধ্যমে আপনি জানতে পেরেছেন এক আনা সোনার দাম কত।

৪ আনা সোনার দাম কত বাংলাদেশে ২০২৩

বিশ্বের প্রতিটি দেশের অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন বাজারের উপরে অধিক হারে চাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে ভিন্ন ভিন্ন ক্যারেটে প্রতি এক ভরি সোনা ৯০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকার উপরে বিক্রি হচ্ছে।

যার ধরুন স্বল্প আয়ের মানুষের গহনা বা অলংকার বানানো প্রায় হাতের নাগালের বাহিরে। কিন্তু এ সময়ে যারা ছোট এবং স্বল্প খরচের মধ্যে গহনা অলংকার বানাতে চাচ্ছেন এবং ১ আনা, ৪ আনা, ৬ আনা, সোনার দাম অনুসন্ধান করছেন তারা এখান থেকে ৪ আনা সোনার দাম কত জেনে নিতে পারবেন।

বর্তমান আপডেট সোনার বাজার মূল্য অনুযায়ী ৪ আনা সোনার দাম ৳২৫,১৯৪ টাকা। যার প্রতি এক ভরি সোনার দাম ৳১০০,৭৭৬ টাকা।

৬ আনা সোনার দাম কত বাংলাদেশে ২০২৩

আপনি যদি ছয় আনা সোনা কেনার কথা ভেবে থাকেন তাহলে এখান থেকে ৬ আনা সোনার দাম কত সে সম্পর্কে জেনে নিতে পারবেন। আপনি যদি ২১ ক্যারেটের ছয় আনা সোনা কিনতে চান সেক্ষেত্রে ৬ আনা সোনার দাম ৳৩৬,০৮৫ টাকা

*বিশেষ দ্রষ্টব্য:-২১ ক্যারেট প্রতি ১ ভরি সোনার দাম ৳৯৬,২২৮ টাকা।

৮ আনা সোনার দাম কত ২০২৩

সোনার তৈরি গহনা বা অলংকার পড়তে ভালোবাসে না এমন লোক দুনিয়াতে পাওয়া যাবে না। ছোট থেকে বড়, মেয়ে কিংবা ছেলে সকলেই পছন্দ করে স্বর্ণের গহনা অলংকার ব্যবহার করতে। তাই আপনি ৮ আনা সোনা দিয়ে কোনো গহণা বানতে চান তাহলে অবশ্যই আগে আপনাকে ৮ আনা সোনার দাম কত সেটি জেনে নিতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক বর্তমানে ৮ আনা সোনার দাম কত ২০২৩,

১৮ ক্যারেট ৮ আনা সোনার দাম ৪১ হাজার ২৩২ টাকা। *(বাজুস) এর মতে ১৮ ক্যারেট প্রতি ১ ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা অনুযায়ী। 

২১ ক্যারেট ৮ আনা সোনার দাম ৪৮ হাজার ১১২ টাকা। *(বাজুস) এর মতে ২১ ক্যারেট প্রতি ১ ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা অনুযায়ী। 

২২ ক্যারেট ৮ আনা সোনার দাম ৫০ হাজার ৩৮৪ টাকা। *(বাজুস) এর মতে ২২ ক্যারেট প্রতি ১ ভরি সোনার দাম ১ লক্ষ  ৭৭৬ টাকা অনুযায়ী।

১ রতি সোনার দাম কত বাংলাদেশে ২০২৩

উপরের আলোচনা থেকে এক আনা সোনার দাম কত বাংলাদেশে সে সম্পর্কে জানতে পেরেছেন আবার অনেকেই আছেন যারা কিনা ১ রতি সোনার দাম কত সে সম্পর্কে জানতে চান। এক রতি সোনার দাম কত সে সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে জানতে হবে এক রতি সমান কতটুকু সোনা। তো চলুন প্রথমেই আমরা সোনার হিসাব সম্পর্কে জেনে নেই।

পরিমান (Quantity) পরিমানিক (Unit)
৬ রতি ১ আনা
১৬ আনা ১ ভরি
১ ভরি ১১ দশমিক ৬৬ গ্রাম প্রায়
১ কেজি ৮৫ দশমিক ৭৩ ভরি

উপরের টেবিলটির মাধ্যমে আমরা জানতে পারলাম ৬ রতি সমান  ১ আনা এবং  ১৬ আনায় ১ ভরি হয়। সেই হিসাবে আমরা যদি ১ রতি সোনার দাম বের করতে যাই। এক আনা সোনার মূল্য কে ৬ দ্বারা ভাগ করলে এক রতি সোনার দাম জানতে পারব। কিন্তু যেহেতু সোনার ভিন্ন ভিন্ন ক্যারেটে হয়ে থাকে এবং এর ফলে ভিন্ন ভিন্ন ক্যারেটে ১ রতি সোনার দামের ভিন্নতা হয়।

সেজন্য আমরা বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন (বাজুস) এর নির্ধারিত বাজার মূল্য অনুযায়ী, ভিন্ন ভিন্ন ক্যারেটে প্রতি ১ রতি সোনার দাম কত তার একটি টেবিল নিচে উপস্থাপন করব।

১৮ ক্যারেট সোনার ১ রতি সোনার দাম ৳৮৫৯ টাকা।

২১ ক্যারেট সোনার ১ রতি সোনার দাম ৳১০০২ টাকা।

২২ ক্যারেট সোনার ১ রতি সোনার দাম ৳১,০৫৯ টাকা।

এই ছিল ভিন্ন ভিন্ন ক্যারেটের সোনার প্রতি এক রতি সোনার দাম কত সেই সম্পর্কে।

সোনার দাম সংক্রান্ত প্রশ্নাবলী?

অনেকে গুগলে সোনার দাম সম্পর্কে বিভিন্ন বিষয়ের জিজ্ঞাসা করে থাকেন। তো চলুন সেগুলোর প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেই।

২১ ক্যারেট সোনার দাম কত?

২১ ক্যারেট স্বর্ণে বিশুদ্ধ সোনার পরিমাণ থাকে ৮৭.৫%। অর্থাৎ প্রতি ২১ ক্যারেট স্বর্ণে খাদ বা অন্যান্য ধাতু মিশানো থাকে ১১.৫%। বর্তমানে বাংলাদেশের বাজারে ২১ ক্যারেট ১ ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা।

চার আনা সোনার দাম কত?

বর্তমানে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা । ২১ ক্যারেটের চার আনা সোনার দাম ২৪ হাজার ৫৭ টাকা।

১ ভরি সোনার দাম কত ২০২৩?

বর্তমানে বাংলাদেশে ১৮/২১/২৪ ক্যারেটের সোনা পাওয়া যাচ্ছে। ১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা। এবং ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ৯৬ হাজার ২২৮ টাকা । ও ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লক্ষ  ৭৭৬ টাকা।

শেষ কথা:

আজকের আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এক আনা সোনার দাম কত বাংলাদেশের, এছাড়াও আরো জানিয়েছে এক রতি সোনার দাম কত, আশা রাখতেছি আজকের আর্টিকেলটি আপনার অনেক উপকারে এসেছে।

আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে পোস্টটি শেয়ার করবেন। যাতে তারাও এক আনা সোনার দাম কত সে সম্পর্কে জানতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *