২ থেকে ৩ হাজার টাকার মোবাইল | ৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

২ থেকে ৩ হাজার টাকার মোবাইল: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনার কি একটি স্মার্ট ফোন কেনার খুবই শখ। এবং আপনার যদি বাজেট কম হয়ে থাকে তাহলে  আজকের আর্টিকেলটি আপনার জন্য।

কেননা আজকের আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব সেরা কিছু ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে স্মার্টফোন এর দাম এবং গুরুত্বপূর্ণ ফিউচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।


বর্তমানে বাংলাদেশ মোবাইল বাজারে প্রতিনিয়তই আসছে নতুন নতুন ফিচার যুক্ত বিভিন্ন কোম্পানির স্মার্টফোন। প্রত্যেকটি কোম্পানির চাচ্ছে একদম স্বল্প মূল্যে ফিচার যুক্ত স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য। ঠিক তেমনি বিভিন্ন কোম্পানি বর্তমানে বাংলাদেশের বাজারে ৩০০০ টাকার ভিতরে অনেক স্মার্ট ফোন লঞ্চ করেছে। যারা এতদিন তিন হাজার টাকার ভিতরে স্মার্টফোন কেনার স্বপ্ন দেখেছিলেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার সময় এখন চলে এসেছে।


তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ৩০০০ টাকার ভিতরে কোন কোম্পানির স্মার্টফোনগুলো সবচেয়ে ভালো হবে। এই প্রশ্নের উত্তরে আমি বলব আজকের আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে এই কনফিউশন এক নিমিষেই দূর হয়ে যাবে।


তাই ধৈর্য সহকারে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন ।এবং জেনে নিন দুই থেকে তিন হাজার টাকার ভিতরে সেরা কিছু এন্ড্রয়েড স্মার্টফোন ও এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন।


২ থেকে ৩ হাজার টাকার মোবাইল

৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ


প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বাংলাদেশের বাজারে ৩০০০ এ কোন এন্ড্রয়েড মোবাইল ফোন available নেই। তবে আপনি যদি ৩৫০০ বা ৪ হাজারের মধ্যে এন্ড্রয়েড স্মার্ট ফোন খুঁজে থাকেন তাহলে অবশ্যই পেয়ে যাবে।


বন্ধুদের মধ্যে অনেকে আছেন যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পক্ষে সম্ভব না যে ২৫-৩০ হাজার টাকার ভিতরে স্মার্টফোন কেনা। তবে এই মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করার জন্য অবশ্য ৩৫০০ বা ৪০০০ এর মধ্যে কিন্তু স্মার্টফোন কিনা সম্ভব।


তো চলুন এরকম কিছু বাজেট ফ্রেন্ডলি android স্মার্টফোন এর দাম এবং স্পেসিফিকেশন গুলো জেনে নেই।



Hisense Infinity H11 | ৩০০০ টাকার মধ্যে মোবাইল


৩০০০ হাজার টাকার মধ্যে মোবাইলের আজকের এই পোস্টে সর্বপ্রথম যে মোবাইলটি নিয়ে আলোচনা করব সেটি হলো Hisense Infinity H11।


এই ফোনটি সর্বপ্রথম বাংলাদেশের বাজারে রিলিজ হয়  ২০১৮ এর প্রথম দিকে। আমার মতে স্বল্পমূল্যের বাজেটে android স্মার্টফোনগুলোর ভিতরে সেরা বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে পারে এটি।


এ মোবাইলটির দাম ৩৫০০ টাকা হল এই মোবাইল থেকে আপনি নেটওয়ার্ক ফোরজি সাপোর্টেড। একই সাথে এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে সিম কার্ডের জন্য ন্যানো সিম কার্ড। এবং আরো রয়েছে টাইপ-সি ইউএসবি সিস্টেম।এবং ওটিজি সাপোর্টেড।


এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আইপিএস এলসিডি এর ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ২১৬০×১০৮০ পিক্সেল। এবং এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা কোর করটেক্স প্রসেসর।


ও এই মোবাইলটিতে থাকছেন রেম ৩ জিবি। এবং ইন্টার্নাল স্টোরেজ থাকছে ৩২ জিবি। এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এন্ড্রয়েড 7 অপারেটিং সিস্টেম। ফোনটিতে ক্যামেরা হিসেবে দেওয়া হইছে 12 মেগা পিক্সেলের ক্যামেরা ও ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট।


Hisense Infinity H11 এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 3,400 mAh Lithium-Polymer। যা আপনাকে মোটামুটি ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সার্ভিস প্রদান করে থাকবে।


Hisense Infinity H11

Hisense Infinity H11 Specification

  • Model: Hisense Infinity H11
  • Display Size: 5.99 inches
  • Resolution: 2160×1080 px
  • Camera: 12 megapixels with Dual-LED Flash
  • CPU: Octa Core 4×1.4GHz ARM Cortex A53 + 4×1.1GHz ARM Cortex A53
  • GPU: Qualcomm Adreno 505 GPU
  • RAM: 3 GB
  • ROM: 32 GB
  • Battery: 3,400 mAh Lithium-Polymer
  • Price in BD: 3400 TK.

এই ছিল Hisense Infinity H11 এর সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। উপরে এই মোবাইলটির বিস্তারিত ফিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি এই বাজেটে একটি এন্ড্রয়েডে স্মার্টফোন চিনতে চান তাহলে এই স্মার্টফোনটি কিনতে পারেন।


Maximus D7 । ৩ হাজার টাকার মধ্যে মোবাইল

Maximus D7 । ৩ হাজার টাকার মধ্যে মোবাইল


এখন আপনাদের সাথে যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রামীণফোন কোম্পানির সাব ব্রান্ড কোম্পানি maximus এর একটি স্মার্ট ফোন। maximus d7 এই ফোনটি সর্বপ্রথম বাংলাদেশের বাজারে লঞ্চ হয় 2018 সালের প্রথম দিকে।


Maximus d7 ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাবেন চার ইঞ্চির এলসিডি প্যানেল ডিসপ্লে। এবং যার রেজুলেশন থাকবে ৪৮০×৮৫৪ পিক্সেল। ফোনটিতে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের এলইডি ফ্ল্যাশ ক্যামেরা। যার মাধ্যমে আপনি মোটামুটি এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।


এই ফোনটিতে রেম থাকছে ১ জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ থাকছে ৮ জিবি। এবং ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ৮.১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek MTK6739 প্রসেসর।


maximus d7 ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে শক্তিশালী 1800mAh Removable Li-Ion battery। বর্তমানে এই ফোনটির বাংলাদেশ বাজার মূল্য মাত্র 3499 টাকা।


Maximus D7 Specification

  • Model: Maximus D7
  • Display Size: 4 inches LCD Panel Display
  • Resolution: 480×854 px
  • Camera: 5 megapixels with LED Flash
  • CPU: Mediatek MTK6739
  • GPU: Qualcomm Adreno 505 GPU
  • RAM: 1 GB
  • ROM: 8 GB
  • Battery: 1800 mAh Lithium-Polymer
  • Price in BD: 3499 TK.


Symphony V99+। ৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

Symphony V99+। ৩০০০ টাকার মধ্যে ভালো মোবাইল


আজকের এই পোস্টের তৃতীয়ত যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিম্ফনি কোম্পানির একটি স্মার্টফোন। symphony কোম্পানির এই মোবাইলটির মডেল হলো V99+। আপনারা সকলেই জানেন সিম্ফনি কোম্পানির বাংলাদেশের মোটামুটি অনেক পুরনো একটি কোম্পানি। এবং এদের জনপ্রিয়তাও মোটামুটি অনেক ভালো। তারা মোটামুটি বাংলাদেশের বাজারে অনেকগুলো স্মার্ট ফোন লঞ্চ করেছে। তার মধ্যে একটি হলো Symphony V99+।


Symphony V99+ symphony এই মোবাইলটি বাংলাদেশের সর্বপ্রথম রিলিজ হয় 2019 সালে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে ৫ ইঞ্চি। এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে ১২৮০×৭২০ পিক্সেল। কম দামের মোবাইল হলেই মোবাইল টিতে পাচ্ছেন 2G/3G/4G নেটওয়ার্ক সাপোর্টেড।


বর্তমানে বাংলাদেশের বাজারে সাম্পনি কোম্পানির এই মডেলের ফোনটি তিনটি কালার ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে । এই স্মার্ট ফোনটিতে রেম দেওয়া হয়েছে ১ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে ৮ জিবি ও ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড।


Symphony V99+ এর সামনের ক্যামেরায় থাকছে ফাইভ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ ক্যামেরা। এইচডি 720 পিক্সেল ভিডিও রেকর্ডিং সিস্টেম। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ৯ পাই। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে 1.3GHz Quad-Core Processor ।


সিম্ফনির এই মোবাইলটিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ব্যাটারী হিসেবে দেওয়া হয়েছে 2000mAh Li-ion Removable Battery। বর্তমানে এই মোবাইলটি বাংলাদেশের বাজারে মূল্য মাত্র ৳3,890।


Symphony V99+ Specification


  • Model: Maximus D7
  • Display Size: 5 inches
  • Resolution: 1280×720 px
  • Camera: 5 megapixels with LED Flash
  • CPU: Mali-T800
  • GPU: Quad-core, 1.3 GHz
  • RAM: 1 GB
  • ROM: 8 GB
  • Battery: 2000 mAh Lithium-Polymer
  • Price in BD: ৳3890 TK.

এই ছিল Symphony V99+ এর সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। উপরে মোটামুটি তিনটি স্মার্ট ফোন নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলোর স্পেসিফিকেশনগুলো দেখে আপনি অবশ্যই এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে,আপনার জন্য কোন মোবাইলটি সবচেয়ে ভালো হবে।


শেষ কথা:


আজকের আর্টিকেলটিতে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে মোবাইল এই সম্পর্কে আলোচনা করা হয়েছে ।আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি ৩০০০ টাকার মধ্যে ভাল মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।


আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন যাতে তারাও ৩ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে পারে।


ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব সাইটটিতে ভিজিট করার জন্য। এরকম সকল নিত্য নতুন সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চলে আসুন আমাদের Basictech24.com (বেসিক টেক টোয়েন্টিফোর. কম) ওয়েবসাইটটিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *