ব্লুটুথ সাউন্ড বক্স দাম ২০২৩ | ব্লুটুথ বক্সের দাম ও ছবি ২০২৩

ব্লুটুথ সাউন্ড বক্স দাম: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনি যদি 2023 সালে এসে একটি ছোট এবং ভালো পারফরমেন্সের ব্লুটুথ সাউন্ড বক্স কিনতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।

কেননা আজকের আর্টিকেলটিতে আমি আলোচনা করব ব্লুটুথ সাউন্ড বক্সের দাম এবং এর গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের আর্টিকেলটি সম্পন্ন পড়তে থাকুন এবং ব্লুটুথ স্পিকারের সর্বশেষ আপডেট বাজার মূল্য জেনে নিন এখানেই।

ব্লুটুথ স্পিকারের দাম | Bluetooth Speaker Price in Bangladesh.

ব্লুটুথ সাউন্ড বক্স দাম

বর্তমান এই ডিজিটাল এবং ইন্টারনেটের যুগে গান শোনা এক অন্যরকম মাত্রায় পৌছে গেছে। বাড়িতে, গাড়িতে কিংবা বাহিরে যেখানেই হোক না কেন পোর্টেবল ব্লুটুথ স্পিকার গুলো আমাদের গান শোনার অভিজ্ঞতাকে আরো যেন রোমাঞ্চকর করে তুলেছে। বর্তমানে বাংলাদেশের বাজারে অনেক ব্লুটুথ স্পিকার অ্যাভেলেবল রয়েছে।

ব্লুটুথ স্পিকার গুলো কম দামে এবং দেখতে ছোট হলেও এগুলোর সাউন্ড পারফরম্যান্স যেন এক ধাপ এগিয়ে।

আপনি যদি একজন গান প্রেমিক বন্ধু হয়ে থাকেন। এবং আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে একটি ছোট এবং কম দামে পোর্টেবল ব্লুটুথ সাউন্ড বক্স কিনবেন তাহলে আশা করি এই আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকারী হবে।

আরেকটি কথা প্রথমেই বলে রাখি ব্লুটুথ সাউন্ড বক্স এর দাম আজকের এই পোস্টটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন তাহলে এই সম্পর্কিত আর অন্য কোন আর্টিকেল পড়তে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক ব্লুটুথ সাউন্ড বক্স দাম এবং এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলো।

1.KTS-1057 Wireless Bluetooth Speaker. ব্লুটুথ স্পিকার এর দাম।

KTS-1057 Wireless Bluetooth Speaker. ব্লুটুথ স্পিকার এর দাম।

আজকের এই আর্টিকেলের সর্বপ্রথম যেই ব্লুটুথ স্পিকারটি নিয়ে আলোচনা করব সেটি হলো KTS-1057 Wireless Bluetooth Speaker। ব্লুটুথ স্পিকারটি কালো কালারে পাওয়া যাচ্ছে। এই ব্লুটুথ স্পিকারটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 600 মিলি এম্পিয়ারের শক্তিশালী একটি ছোট ব্যাটারি।

এই ব্লুটুথ স্পিকারটি আপনি একটানা ৩ থেকে ৫ ঘন্টা চালাতে পারবেন। এই ব্লুটুথ স্পিকারটিতে আপনি ১০ মিটার পর্যন্ত ওয়ারলেস ট্রান্সমিশন রেঞ্জ পাবেন। এই ব্লুটুথ সাউন্ড বক্সটিতে দেওয়া হয়েছে ৩ ইঞ্চির একটি স্পিকার।KTS-1057 Wireless Bluetooth Speaker এ ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করে। 

এই ব্লুটুথ স্পিকারটি দেখতে অনেক ছোট এবং ওজনেও খুবই হালকা যার ফলে আপনি এই স্পিকারটি যেখানে সেখানেই বহন করতে পারবেন। এবং আপনার ইচ্ছামতো বিনোদন উপভোগ করতে পারবেন। বর্তমানে এই ব্লুটুথ স্পিকারটির দাম মাত্র 450৳

ব্লুটুথ স্পিকার টি স্পেসিফিকেশন।

  • Model: KTS-1057

  • Type: Wireless bluetooth speaker.

  • Frequency: 100Hz- 20KHz

  • Connection type: wireless Bluetooth

  • Color: black.

  • Battery: 600mAh

  • Charging time: 2-3 hours

  • Price in BD: 450৳.

তো এই ছিল এই ব্লুটুথ সাউন্ড বক্সটির সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। যে সকল বন্ধুরা চাচ্ছেন খুবই অল্প টাকার ভেতরেই একটি ব্লুটুথ সাউন্ড বক্স কিনবেন তারা এই সাউন্ড বক্স টি কিনতে পারেন কারণ এই বক্সটির দাম মাত্র ৪৫০ টাকা। এই ব্লুটুথ স্পিকারটি আপনি অনলাইনে অথবা আপনার আশেপাশের কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। আপনি যদি অনলাইনে কিনতে চান তাহলে দারাজ অথবা অন্যান্য ই-কমার্স অনেক ওয়েবসাইট আছে সেগুলো থেকে অর্ডার করে কিনতে পারবেন।

2.Lenovo K3 Mini Wireless Speaker. ব্লুটুথ সাউন্ড বক্সের দাম।

এখন আপনাদের সাথে যে ব্লুটুথ সাউন্ড বক্সটি নিয়ে আলোচনা করব সেটি হলো লেনোভো কোম্পানির একটি মিনি ওয়্যারলেস স্পিকার। lenovo এর এই ব্লুটুথ সাউন্ড বক্সের মডেল হলো Lenovo K3 Mini Wireless Speaker. এই ব্লুটুথ সাউন্ড বক্সটির কালার হলো কালো। এবং এই ব্লুটুথ বক্সটি দেখতে খুবই ছোট এবং ওজনে অনেক হালকা।

 lenovo এই এই ব্লুটুথ বক্সটিতে ব্যাটার হিসেবে দেওয়া হয়েছে ১২০০ মিলি এম্পায়ার এর একটি শক্তিশালী ব্যাটারি। যা মোটামুটি ৪ থেকে ৭ ঘন্টা সার্ভিস প্রদান করবে।

এই ব্লুটুথ স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে আপডেটেড কম লেটেন্সি, স্থিতিশীল এবং দ্রুত ট্রান্সমিশন সিস্টেম। যার ফলে এই ব্লুটুথ স্পিকারটি দিয়ে মোটামুটি রেঞ্জে অডিও গান স্মর্টলি প্লে করা যাবে। সবচেয়ে বড় কথা হল এই ব্লুটুথ স্পিকারটিতে আপনি পাচ্ছেন তিন মাসের ওয়ারেন্টি এবং এই ব্লুটুথ স্পিকারটির বর্তমান বাংলাদেশের দাম মাত্র 723৳।


এই স্পিকারটির স্পেসিফিকেশন।

  • Model: K3

  • Type: Wireless bluetooth speaker.

  • Frequency: 100Hz- 20KHz

  • Connection type: wireless Bluetooth

  • Color: black.

  • Battery: 1200mAh

  • Charging time: 2-3 hours

  • Price in BD: 723৳

এই ছিল ব্লুটুথ স্পিকারটির সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। যারা চাচ্ছেন কম দামের ভালো ব্রান্ডের একটি ব্লুটুথ স্পিকার কিনবেন তারা এই ব্লুটুথ স্পিকারটি কিনতে পারেন। কারণ এই স্পিকারটি হলো লেনোভো কোম্পানির আর আপনারা সকলেই জানেন যে লেনোভো মোটামুটি অনেক জনপ্রিয় এবং ভালো একটি ব্র্যান্ড বা কোম্পানি।

3.Xiaomi Mi MDZ-28-DI Compact Mini Bluetooth Speaker 2 Global.

Xiaomi Mi MDZ-28-DI Compact Mini Bluetooth Speaker 2 Global

আজকের এই আর্টিকেলের তৃতীয়ত যে ব্লুটুথ স্পিকারটি নিয়ে আলোচনা করব সেটি হলো শাওমি কোম্পানির একটি ছোট ব্লুটুথ স্পিকার। শাওমির এই ব্লুটুথ স্পিকার মডেল হলো Mi MDZ-28-DI Compact Mini Bluetooth Speaker 2 Global.। গ্রাহকের চাহিদা এবং দৃষ্টিনন্দনের জন্যই শাওমি কোম্পানি এই ব্লুটুথ স্পিকার বাজারে নিয়ে এসেছে।

আমাদের মধ্যে মোটামুটি সকলেই জানেন যে বর্তমান সময়ে শাওমি কোম্পানির মোবাইল গুলো অনেক সুন্দর এবং ফিচার যুক্ত ও টেকসইও। ঠিক তেমনি শাওমি তাদের মিনি ব্লুটুথ স্পিকার রেখেছে আকর্ষণীয় সকল ফিচার। এগুলোতো স্পিকারটি দেখতে অনেক ছোট যার ওজন মাত্র ৫৮ গ্রাম। দেখতে ছোট হলেও এবং ওজনে কম তবে এর সাউন্ড পারফরম্যান্স অনেক ভালো। শাওমির এই ব্লুটুথ স্পিকারটিতে ওয়্যারলেস ব্লুটুথ রেঞ্জ পাবেন ৫ মিটার পর্যন্ত।

Xiaomi Mi MDZ-28-DI Compact Mini Bluetooth Speaker 2 Global এর বর্তমান বাংলাদেশ বাজার মূল্য মাত্র 950৳।

এই ব্লুটুথ স্পিকারটির স্পেসিফিকেশন

  • Brand: xiaomi

  • Model: Mi MDZ-28DL

  • Type: wireless bluetooth speaker

  • Connectivity: Bluetooth 4.0

  • Wireless range: 5 m

  • Weight: 58g

  • Color: white

  • Price in BD: 950৳

এই ছিল শাওমির ব্লুটুথ স্পিকার এর সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। যারা চাচ্ছেন শাওমি ব্রান্ডের একটি স্পিকার কিনবেন তারা চাইলে এই স্পিকারটি কিনতে পারেন। এই ব্লুটুথ স্পিকার এর দামে কম হলেও মানে অনেক ভালোই রয়েছে।


আপনারদের সুবিধার জন্য আরো কিছু ব্লুটুথ সাউন্ড বক্সের দামের লিস্ট দেওয়া হলোঃ

Aigo T98 Wireless Bluetooth Speaker price in Bangladesh 680 Tk
Lenovo K3 Mini Wireless Speaker Price in Bangladesh 723 Tk
Xiaomi Mi MDZ-28-DI Compact Mini Bluetooth Speaker 2 Global Version White 950 Tk
Rapoo A60 Compact Stereo Speaker 900 Tk
Havit M3 Portable Bluetooth Speaker Alarm Clock 950 Tk
M3 Mini Metal Portable Wireless Bluetooth Speaker 363 Tk
KOLEER S29 Portable Bluetooth Speaker 663 Tk
JBLM3 Mini Portable Bluetooth Speaker Sound Box 368 Tk
Lenovo Speaker K3 Pro Portable Bluetooth Super Sound 921 Tk


শেষ কথা:

আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে ব্লুটুথ সাউন্ড বক্স দাম এবং এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনি ব্লুটুথ সাউন্ড বক্সের দাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন যাতে তারাও ব্লুটুথ সাউন্ড বক্স এর দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব সাইটটিতে ভিজিট করার জন্য। এরকম সকল নিত্য নতুন সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চলে আসুন আমাদের Basictech24.com (বেসিক টেক টোয়েন্টিফোর. কম) ওয়েবসাইটটিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *