4G পকেট রাউটার দাম ২০২৩ | পকেট রাউটারের দাম ২০২৩

4G পকেট রাউটার দাম: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে আপনি যদি একটি 4G পকেট রাউটার কিনার কথা ভেবে থাকেন। অথবা আপনি যদি পকেট রাউটারের দাম সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।

কেননা আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব সেরা কিছু 4G পকেট রাউটার দাম এবং পকেট রাউটার গুলোর গুরুত্বপূর্ণ ফিচারও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

তাই ধৈর্য সহকারে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন এবং জেনে নিন 4G পকেট রাউটার এর দাম সর্বশেষ আপডেট বাংলাদেশ বাজার মূল্য।

আমি আশা রাখতেছি আজকের আর্টিকেলটি যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়েন তাহলে 4G পকেট রাউটার দাম এবং এই সম্পর্কিত অন্য কোন আর্টিকেল পড়তে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক 4G পকেট রাউটার এর দাম।

4G পকেট রাউটার দাম
4G পকেট রাউটার দাম 

4G পকেট রাউটার এর দাম কত? | পকেট রাউটার কি?

পকেট রাউটার হলো এমন একটি ছোট ইন্টারনেট এক্সেস ডিভাইস যা আপনার মোবাইল অথবা অন্যান্য ডিভাইস গুলোকে নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে সহায়তা করে। এই ডিভাইসটি দেখতে অনেক ছোট এবং হালকা যা বহন করতে অনেকটাই সুবিধা হয়। তাছাড়াও আপনি যেকোনো জায়গায় পকেট রাউটার ব্যবহার করতে পারবেন। এখন নিচে আপনাদের সুবিধার্থে 4G পকেট রাউটারের দাম এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন গুলো তুলে ধরার চেষ্টা করব।

ZTE MF920U 4G Mobile Hotspot Pocket Router

1.ZTE MF920U 4G Mobile Hotspot Pocket Router.

আজকের আর্টিকেলের সর্বপ্রথম যে 4G পকেট রাউটারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ZTE MF920U 4G Mobile Hotspot Pocket Router. এই পকেট রাউটারটিতে 2G,3G,4G নেটওয়ার্ক সাপোর্টেড।

এই পকেট রাউটারটিতে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত শক্তিশালী 2000mAh ব্যাটারি। যা আপনাকে ৮ ঘণ্টা পর্যন্ত সেবা প্রদান করে যাবে। এই রাউটারটিতে আপনি সহ আপনার বন্ধুবান্ধব অথবা আপনার পরিবারের আরো ১৫ জন সদস্য একসাথে রাউটারটিতে কানেক্ট হয় নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন।

এই রাউটারটিতে ডাউনলোড স্পিড পাবেন 150 Mbps পর্যন্ত। এবং একই সাথে আপলোড স্পিড পাবেন 50 Mbps পর্যন্ত।

এই রাউটারটির সাথে থাকছে অভ্যন্তরীণ দুইটি এন্টেনা। যার মাধ্যমে আপনি মোটামুটি অনেকটা জায়গা কাভারেজ পাবেন।

ZTE MF920U 4G Mobile Hotspot Pocket Router টি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৳3,590 টাকা।

ZTE MF920U 4G Mobile Hotspot Pocket Router Specification

  • Brand: ZTE
  • Model: ZTE MF920U.
  • Router Type: 4G pocket router
  • Network: 2G,3G,4G
  • Battery: Non-removable 2000 mAh battery
  • Working Time: 8 hours.
  • Max users: up to 10 users at a time.
  • Speed: Download speed 150 Mbps & Upload Speed 50 Mbps.
  • Antennas: 2x internal antennas.
  • Manufactured by: Bangladesh
  • Price in BD: ৳3,590 TK.

যে বন্ধুরা 4G পকেট রাউটার কেনার জন্য বাজেট রাখছেন ৩ থেকে ৪ হাজার টাকা। তারা এই পকেট রাউটারটি কিনতে পারেন। এই পকেট রাউটারটি কিনতে আপনার নিকটস্থ রাউটার সেলার পয়েন্ট এ যান। অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে এই রাউটারটি কিনতে পারবেন।


Olax 4g LTE Advanced Pocket Router WD680

2.Olax 4g LTE Advanced Pocket Router WD680

এখন আপনাদের সাথে যে পকেট রাউটারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওলাক্স  ব্র্যান্ডের। রাউটারের মডেলটি হলো Olax 4g LTE Advanced Pocket Router WD680। এই পকেট রাউটারটিতে নেটওয়ার্কের সাপোর্টেড 2G,3G,4G। এটি একটি 4G পকেট রাউটার হওয়ায় আপনার ডিভাইসটি বা স্মার্টফোনটি যদি 2G অথবা 3G হয়ে থাকে সে ক্ষেত্রেও আপনি 4G কানেকশন এর সাথে ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

একই সাথে আপনি এই পকেট রাউটারটিতে দশটি ডিভাইস কানেক্ট করতে পারবেন। যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, এমনকি স্মার্ট টিভিও পর্যন্ত কানেক্ট করে ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

এবং এই ছোট ফোরজি পকেট রাউটারটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী 2100mAh ব্যাটারি যা আপনাকে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সেবা প্রদান করে যাবে। এবং এই ফোরজি পকেট রাউটারটি ব্যবহার করে আপনি সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাবেন 150 Mbps পর্যন্ত এবং সর্বোচ্চ আপলোড স্পিড পাবেন 50 Mbps পর্যন্ত।

Olax 4g LTE Advanced Pocket Router WD680 এই রাউটারটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৳2650 টাকা।

Olax 4g LTE Advanced Pocket Router WD680 specification

  • Brand: Olax
  • Model: WD680
  • Router Type: 4G pocket router
  • Network: 2G,3G,4G
  • Battery: Non-removable 2100 mAh battery
  • Working Time: 8-10 hours.
  • Max users: up to 10 users at a time.
  • Speed: Download speed 150 Mbps & Upload Speed 50 Mbps.
  • Color: Black
  • Manufactured by: Olax
  • Price in BD: ৳2650 TK.

এই ছিল Olax 4g LTE Advanced Pocket Router WD680 এই পকেট রাউটারটির সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। যে সকল বন্ধুরা স্বল্প বাজেটে ভালো মানের ফোরজি পকেট রাউটার কেনার কথা ভাবছেন তাদের জন্য সেরা চয়েস হতে পারে এই রাউটারটি।


Airtel 4G Hotspot Portable WiFi Data Device

3.Airtel 4G Hotspot Portable WiFi Data Device

ফোরজি পকেট রাউটারের আজকের পোষ্টের তৃতীয় যে রাউটারটি নিয়ে আলোচনা করব সেটি হল Huawei কোম্পানির একটি Airtel 4G Hotspot Portable WiFi Data Device। এই পকেট রাউটারটির মাধ্যমে আপনি একই সাথে দশটি ডিভাইস কানেক্ট করে নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন।

Huawei এর এই পকেট রাউটারটিতে ব্যাটারি হিসেবে যুক্ত করা হয়েছে  1500mAh ব্যাটারী। যা মোটামুটি চার ঘণ্টা পর্যন্ত সার্ভিস প্রদান করবে।

এই রাউটারটি ব্যবহারে আপনি ডাটা ট্রান্সফারে স্পিড পাবেন 300 Mbps পর্যন্ত। এবং এই রাউটারটিতে সর্বোচ্চ ডাউনলোড স্পিড 150 Mbps পাবেন এবং এই রাউটারটি তে সর্বোচ্চ আপলোড স্পিড পাবেন 50 Mbps.।

Huawei ব্র্যান্ডের এই মডেলের পকেট রাউটারটি দেখতে অনেক ছোট এবং ওজনে খুবই হালকা। এই পকেট রাউটারটির ওজন মাত্র 95 গ্রাম।

বর্তমান সময়ে Airtel 4G Hotspot Portable WiFi Data Device এই পকেট রাউটারটি বাংলাদেশের বাজারে পাচ্ছেন মাত্র ৳3,450

Airtel 4G Hotspot Portable WiFi Data Device Specification

  • Brand: Huawei
  • Model: Airtel 4G hotspot
  • Router Type: 4G pocket router
  • Network: 2G,3G,4G
  • Battery: Non-removable 1500 mAh battery
  • Working Time: 3-4 hours.
  • Max users: up to 10 users at a time.
  • Speed: Download speed 150 Mbps & Upload Speed 50 Mbps.
  • Color: white
  • Manufactured by: Huawei
  • Price in BD: ৳3450 TK.


যে সকল বন্ধুরা Huawei ব্র্যান্ডের ফোরজি পকেট রাউটার কেনার কথা চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এই পকেট রাউটারটি কিনতে পারেন।

Tp-Link M7200 150 Mbps 4G LTE Pocket Router

4. Tp-Link M7200 150 Mbps 4G LTE Pocket Router

এখন যে পকেট রাউটারটি নিয়ে আলোচনা করব সেটি হলো টিপি-লিংক কোম্পানির একটি পকেট রাউটার। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে রাউটারের কথা আসলেই যেন মনে পড়ে যাই টিপি-লিংক কোম্পানির কথা। ঠিক তেমনটি টিপি-লিংক কোম্পানি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।

টিপি-লিংক কোম্পানি মূলত খুবই স্বল্প মূল্যে ভালো মানের ফিচার যুক্ত রাউটার লঞ্চ করে থাকে। এবং বাংলাদেশের রাউটার বাজারের ভিতরে খুবই বিশ্বস্ত একটি ব্র্যান্ড বা কোম্পানি হল টিপি-লিংক।

এই ছোট ফোরজি পকেট রাউটারটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী 2000mAh ব্যাটারি যা আপনাকে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সেবা প্রদান করে যাবে। এবং এই ফোরজি পকেট রাউটারটি ব্যবহার করে আপনি সর্বোচ্চ ডাউনলোড স্পিড পাবেন 150 Mbps পর্যন্ত এবং সর্বোচ্চ আপলোড স্পিড পাবেন 50 Mbps পর্যন্ত।

টিপি-লিংক কোম্পানির এই রাউটারটি বর্তমানে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৳ 4,550

Tp-Link M7200 150 Mbps 4G LTE Pocket Router Specification

  • Brand: TP-Link
  • Model: M7200
  • Router Type: 4G pocket router
  • Network: 2G,3G,4G
  • Battery: Non-removable 2000 mAh battery
  • Working Time: 8-10 hours.
  • Max users: up to 10 users at a time.
  • Speed: Download speed 150 Mbps & Upload Speed 50 Mbps.
  • Color: Black
  • Manufactured by: TP-Link
  • Price in BD: ৳ 4,550 TK.

এই ছিল টিপি-লিংক কোম্পানির এই রাউটারটির সংক্ষিপ্ত স্পেসিফিকেশন। আপনি যদি ভেবে থাকেন একটি টিপি-লিংক কোম্পানির ফোরজি পকেট রাউটার কিনবেন। এবং আপনার বাজেট যদি হয়ে থাকে ৪ থেকে ৫ হাজার টাকা তাহলে এই রাউটারটি হবে আপনার জন্য সেরা চয়েস।

শেষ কথা:

আজকের এই আর্টিকেলটিতে 4G পকেট রাউটার দাম ২০২৩। সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে ফোরজি পক্ষের রাউটারের দাম সম্পর্কে জানতে। এই আর্টিকেল সম্পর্কিত আপনার কোন মতামত থাকলে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।

আর হ্যাঁ আজকের এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ।যাতে তারাও ফোরজি পকেট রাউটারের দাম সম্পর্কে জানতে পারে।

ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব সাইটটিতে ভিজিট করার জন্য। এরকম সকল নিত্য নতুন সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চলে আসুন আমাদের Basictech24.com (বেসিক টেক টোয়েন্টিফোর. কম) ওয়েবসাইটটিতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *