১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আর্টিকেলটিতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ এবং এর গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে।
আপনার কি বাজেট কম? উত্তর যদি হয় হ্যাঁ তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য আপনি যদি ভেবে থাকেন যে ১৫ হাজার টাকার ভিতরে একটি ল্যাপটপ কিনবেন। তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন কারণ আজকের আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন ১৫ হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ কোনগুলো সেই সম্পর্কে বিস্তারিত।
১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
১৫০০০ টাকার মধ্যে ল্যাপটপ ২০২৩
বর্তমান সময়ে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান অথবা অনলাইনে ভিডিও দেখতে চান। বা শখের বসেই কোন একটি ল্যাপটপ কেনার কথা চিন্তা করে থাকেন কিন্তু বাজেট স্বল্পতার কারণে কিনতে পারছেন না। তারা চাইলে অল্প টাকার ভেতরেই একটি মোটামুটি লেভেলের ল্যাপটপ কিনতে পারেন। এই ল্যাপটপগুলোতে অনা আসে আপনি অনলাইনে মোটামুটি কাজগুলো করতে পারবেন। চাইলে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।
তবে একটি কথা বলে রাখা ভালো যে এই ল্যাপটপগুলো দিয়ে আপনি যদি চিন্তা করে থাকেন যে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনিং করবেন তাহলে সম্ভব না ।কারণ অল্প টাকার ভিতরে যে ল্যাপটপগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর কাজগুলো করা সম্ভব হয় না। এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনার বাজেট বাড়াতে হবে এমন আরো ভালো মানের ল্যাপটপ কিনতে হবে।
তবে যারা চাচ্ছেন ১৫ হাজার টাকার ভিতরে ল্যাপটপ কিনবেন তাদের সাহায্য করার জন্য আমরা কিছু নিচে ল্যাপটপ এবং এদের গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব ।চলুন দেখে নেওয়া যায়,
HP Probook 4540s Intel core i3 3rd gen -১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
আজকের এই আর্টিকেলের সর্বপ্রথম যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করব সেটি হল hp কোম্পানির একটি ল্যাপটপ। যার মডেলটি হলো HP Probook 4540s Intel core i3 3rd gen. এই ল্যাপটপটির ডিসপ্লে সাইজ হচ্ছে ১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে। এবং এইচপির এই ল্যাপটপের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1366 x 768 Pixels (100 ppi)।
HP Probook 4540s এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৩ থার্ড জেনারেশন এর একটি প্রসেসর। যার বেস্ট ক্লক স্পিড পাবেন ২.৪ গিগাহার্জ পর্যন্ত। এছাড়াও ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে চিপসেট Intel HM77 Express। এছাড়া ১৫০০০ টাকার এই ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড রয়েছে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে Intel HD 4000।
এইচপির ল্যাপটপটিতে র্যাম হিসেবে দেওয়া হয়েছে DRR3 এর ৪ জিবি র্যাম। এবং আপনি চাইলে এই ল্যাপটপটিতে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। এবং স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে HDD SATA এর ৫০০ জিবি স্টোরেজ। যার সর্বোচ্চ স্পিড পাবেন 5400 RPM পর্যন্ত।
HP Probook 4540s এই ল্যাপটপটির অপারেটিং সিস্টেম ডিওএস । এবং উইন্ডোজ ৬৪ বিট সাপোর্টেড।HP Probook 4540s ল্যাপটপটির দাম মাত্র ৳১৫,৫০০ । তবে একটি কথা সবসময় খেয়াল রাখবেন এই ল্যাপটপটি ব্যবহার করা একটি ল্যাপটপ। তাই এই সকল ল্যাপটপ গুলো কেনার আগে অবশ্যই আপনি আগে ভালোভাবে দেখে নিবেন। আর ব্যবহার করাই ল্যাপটপগুলো কেনার জন্য বিডি স্টল অথবা bikroy.com এ খোঁজাখুজি করে দেখতে পারেন।
2.Dell Inspiron 5520 Core i3 । ১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
১৫ হাজার টাকার মধ্যে ডেল কোম্পানির এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Intel Core i3-2370M (2nd Gen) প্রসেসর। এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড পাবেন ২.৪ গিগাহার্জ পর্যন্ত। এবং ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে Intel HD 3000।
Dell Inspiron 5520 Core i3 এই ল্যাপটপটিতে DDR3 এর ৪ জিবি র্যাম দেওয়া হয়েছে ও ইন্টারনাল স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে SATA কোম্পানির এইচডি ডি ৫০০ জিবি স্টোরেজ। ল্যাপটপটিতে রয়েছে ৬ সেলের লিথিয়াম পলিমার ব্যাটারি যা মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। ডেল কোম্পানির এই ল্যাপটপটির দাম মাত্র ৳১১,৫০০।
3.Dell Vostro 3450 Core i5 । ১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
Dell Vostro 3450 Core i5 এই ল্যাপটপে রেম থাকছে ডিডিআর-৩ ৪ জিবি র্যাম এবং ইন্টার্নাল স্টোরেজ থাকছে SATA কোম্পানির ৫০০ জিবি স্টোরেজ।Dell Vostro 3450 Core i5 এই ল্যাপটপের দাম মাত্র ৳১২,৫০০।
4.Lenovo Thinkpad T410। ১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ
Lenovo এর ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোম্পানির কোর-আই ৫ (প্রথম জেনারেশনের) একটি প্রসেসর। এই প্রসেসরটির সর্বোচ্চ ক্লক স্পিড পাবেন ২.৯ গিগাহার্জ পর্যন্ত এবং গ্রাফিক্স কার্ড দেওয়া Intel GMA 4500MHD।
lenovo থিং প্যাড ল্যাপটপটি র্যাম থাকছে ৪জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ থাকছে ৩২০ জিবি। এছাড়াও ল্যাপটপটিতে থাকছেন ০.৩ এর এইচডি ওয়েবক্যাম ক্যামেরা। অনন্য ফিচার হিসেবে থাকছে ৬৫ ওয়াটের এসি এডাপ্টার।Lenovo Thinkpad T410 Core i5 এই ল্যাপটপটির দাম মাত্র ৳১৫,৯৯০।
এই ছিল পনেরো হাজার টাকার মধ্যে ল্যাপটপ এবং এর কিছু সংক্ষিপ্ত ফিচার। উপরে যে সকল ল্যাপটপগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই ল্যাপটপ গুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। তাই পুরনো কোন ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি ল্যাপটপটির সকল প্রয়োজনীয় জিনিসগুলো ভালোভাবে যাচাই-বাছাই করে তারপর নেবেন। আর সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো কেনার জন্য আপনি বিডি স্টল অথবা bikroy.com এর মাধ্যমে কিনতে পারবেন।
শেষ কথা:
আজকের আর্টিকেলটির মাধ্যমে ১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আমি আশা রাখতেছি যে আজকের আর্টিকেলটি পরে আপনি ১৫ হাজার টাকার মধ্যে যে সকল ল্যাপটপ পাওয়া যায় সেই সকল ল্যাপটপ সম্পর্কে জানতে পেরেছেন।
আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এই আর্টিকেলটি শেয়ার করবেন যাতে তারাও ১৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়েব সাইটটিতে ভিজিট করার জন্য। এরকম সকল নিত্য নতুন সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চলে আসুন আমাদের Basictech24.com (বেসিক টেক টোয়েন্টিফোর. কম) ওয়েবসাইটটিতে।