বিলাসী গল্পের MCQ (Quiz & PDF) | বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

বিলাসী গল্পের mcq – আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। বেসিকটেক টোয়েন্টিফোরের আজকের নিবন্ধে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে।

বিলাসী গল্পের MCQ


প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা কিনা অনলাইনে পড়ালেখা করতে অনেক ভালবাসেন তাদের সাহায্য করার লক্ষ্যে বেসিক টেক টোয়েন্টি ফোর আয়োজন করেছে বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পের mcq কুইজ মক টেস্ট ও পিডিএফ। 

আমি আশা রাখতেছি আজকের নিবন্ধটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে বাংলা প্রথম পত্রে বিলাসী গল্পের এমসিকিউ সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন এবং যদি পরীক্ষায় বিলাসী গল্প থেকে কোন বহুনির্বাচনী প্রশ্ন আসে তাহলে অবশ্যই সঠিক উত্তর দিতে পারবেন।

বিলাসী গল্পটি বাংলা সাহিত্যের ইতিহাসে অপরাজেও কণ্ঠশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প। শরৎচন্দ্রের লেখা এই বিলাসী গল্পটি সর্বপ্রথম প্রকাশিত হয় ‘ভারতী‘ পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রিস্টাব্দে) বৈশাখ সংখ্যায়।

এই গল্পটি ন্যাড়া নামক এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে। বিলাসী গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের প্রথম ছায়াপাত ঘটেছে। বিলাসী গল্পটিতে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবের প্রেমের মহিমা যা ছাপিয়ে উঠেছে জাতিগত ভেদাভেদের সংকীর্ণ সীমা।

বিলাসী গল্পের mcq | বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ -উক্তিটি কার?

ক. ন্যাড়ার

. বিলাসীর

গ. মৃত্যুঞ্জয়ের

ঘ. খুড়ার

উঃ বিলাসীর

২. বিলাসী গল্পের লেখক কে?

ক. শ্রীকান্ত ভট্টাচার্য

খ. কাজী নজরুল ইসলাম

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩.শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? 

ক. নাটক 

খ. উপন্যাস

গ. প্রবন্ধ 

ঘ. ছোট গল্প 

উওরঃ খ. উপন্যাস

৪.শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?

ক. মহেশ 

খ. মন্দির 

গ. বিলাসী 

ঘ. হরিলক্ষী

উওরঃ খ. মন্দির

৫. ‘মহত্বের কাহিনী আমাদের অনেক আছে এখানে মহত্বের কাহিনী কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. শিক্ষার্থে

খ.নিন্দার্থে

গ.প্রশংসার্থে

ঘ.ব্যাঙ্গার্থে

উঃ ঘ. ব্যাঙ্গার্থে 

৬.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? 

ক. শ্যামাকান্ত চট্টোপাধ্যায়

খ. উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়

গ. মতিলাল চট্টোপাধ্যায়

ঘ. নিহার রঞ্জন চট্টোপাধ্যায়

উঃ গ. মতিলাল চট্টোপাধ্যায়

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?

ক. নাটক

খ. উপন্যাস

গ. ছোট গল্প

ঘ. প্রবন্ধ

উঃ খ. উপন্যাস

৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন?

ক. ১৮ বছর

খ. ২৩ বছর

গ. ২১ বছর

ঘ. ২৪ বছর

উঃ ঘ. ২৪ বছর 

৯. কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র?

ক. ছোট গল্পকার হিসেবে

খ. ঔপন্যাসিক হিসেবে

গ. সঙ্গীতজ্ঞ  হিসেবে

ঘ. আবৃত্তিকার হিসেবে

উঃ গ. সঙ্গীতজ্ঞ হিসেবে

১০. সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. জীবনানন্দ দাশ

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

ঘ. প্রমথ চৌধুরী

উঃ গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১১. শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে?

ক. উচ্চ মধ্যবিত্তের জীবন চিত্রণে 

খ. মধ্যবিত্ত শ্রেণীর জীবন চিত্রণে 

গ. উচ্চবৃত্ত শ্রেণীর জীবন চিত্রণে 

ঘ. অন্ত্যজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে 

উঃ ঘ. অন্ত্যজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে 

১২. শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন?

ক. মহেশ

খ. ছবি

গ. মন্দির

ঘ. বিলাসী

উঃ খ. মন্দির

১৩. দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ?

ক. ভ্রমণ কাহিনী

খ. ছোট গল্প

গ. আত্মজীবনী

ঘ. উপন্যাস

উঃ ঘ.উপন্যাস

১৪. চরিত্রহীন কে রচনা করেন?

ক. সৈয়দ ওয়ালীউল্লাহ

খ. হুমায়ূন আহমেদ

গ. সুকান্ত ভট্টাচার্য

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উঃ ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৫.কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? 

ক.ঘরে-বাইরে 

খ.চোখের বালি 

গ.শ্রীকান্ত 

ঘ.রাজসিংহ 

উঃ গ.শ্রীকান্ত 

১৬.গৃহদাহ উপন্যাসটির রচয়িতা কে? 

ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

গ.কাজী নজরুল ইসলাম 

ঘ.জহির রায়হান 

উঃ ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

১৭.বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লী গ্রামে তাদের শতকরা কতভাগকে বিসর্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 

ক.৪০ ভাগকে

খ.৬০ ভাগকে

গ.১০০ ভাগকে

ঘ.৮০ ভাগকে

উঃ ঘ.৮০ ভাগকে

১৮.সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি এ কথার কারণ কি? 

ক.ছাত্রদের কষ্ট 

খ.ছাত্রদের আগ্রহ 

গ.ছাত্রদের খুশি 

ঘ.ছাত্রদের শহরমুখিতা 

উঃ ক.ছাত্রদের কষ্ট 

১৮.কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস? 

ক.ঘরে-বাইরে, নৌকাডুবি 

খ.চরিত্রহীন, দেনা পাওনা 

গ.বিষবৃক্ষ, রাজ সিংহ 

ঘ.মতিচুর, পদ্মরাগ 

উঃ খ. চরিত্রহীন ও দেনা পাওনা 

২০.সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে কত সালে ডি.লিট ডিগ্রী প্রদান করে? 

ক.১৯৩৩ সালে 

খ.১৯৩৪ সালে 

গ.১৯৩৫ সালে 

ঘ.১৯৩৬ সালে 

উঃ ঘ. ১৯৩৬ সালে 

২১.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 

ক.১৯৩৮ খ্রিস্টাব্দে 

খ.১৯৩৯ খ্রিস্টাব্দে 

গ.১৯৪০ খ্রিস্টাব্দে 

ঘ.১৯৪১ খ্রিস্টাব্দে 

উঃ ক.১৯৩৮ খ্রিস্টাব্দে 

২২.মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? 

ক.বিলাসীর সাথে 

খ.মৃত্যুঞ্জয়ের সাথে 

গ.মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে 

ঘ.বুড়ো মালুর সাথে 

উঃ খ.মৃত্যুঞ্জয়ের সাথে 

২৩.বিলাসী মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 

ক.ফাস্ট ক্লাস 

খ.সেকেন্ড ক্লাস 

গ.থার্ড ক্লাস 

ঘ.ফোর্থ ক্লাস 

উঃ গ. থার্ড ক্লাস 

২৪.অসুস্থ মৃত্যুঞ্জয় কে দেখতে মেয়েরা কখন তার বাড়িতে যায়? 

ক.ভোরে 

খ.দুপুরে 

গ.গভীর রাতে 

ঘ.সন্ধ্যায় 

উঃ ঘ.সন্ধ্যায় 

২৫.যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারে যে কেবল কার জোরে? 

ক.বুড়ো মালোর

খ.বিলাসীর 

গ.ন্যাড়ার 

ঘ.মৃত্যুঞ্জয়ের 

উঃ গ.ন্যাড়ার 

২৬.কাগজ তো ইঁদুরেও আনতে পারে উক্তিটি কার? 

ক.মৃত্যুঞ্জয়ের 

খ.ন্যাড়ার 

গ.বিলাসীর 

ঘ.খুড়ার 

উঃ ক. মৃত্যুঞ্জয়ের 

২৭.মৃত্যুঞ্জয় রান্না করে খেত কেন? 

ক.মৃত্যুঞ্জয় নিজে কাজ করতে পছন্দ করত 

খ.মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না 

গ. অন্যের হাতের খাবার মৃত্যুঞ্জয়ের অপছন্দ ছিল 

ঘ.পাচকের রান্না খাওয়া নিষিদ্ধ ছিল 

উঃ খ.মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না 

২৮.বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? 

ক.সর্প ধর্ষণে 

খ.অন আহারে 

গ.বিষ পান 

ঘ.মদ্যপানে 

উঃ গ. বিষপানে 

২৯.বিলাসী গল্পের ছোট বাবু তার স্বাভাবিক ও ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন? 

ক. চার শ টাকা 

খ. দুই শ টাকা 

গ. তিন শ টাকা 

ঘ.এক শ টাকা 

উঃ খ. দুই শ টাকা 

৩০.বিলাসীর আত্মহত্যা পরিহাসের বিষয় হল কেন? 

ক.বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য আত্মহত্যা করেছে বলে 

খ.বিলাসী সাপড়ের মেয়ে ছিল বলে 

গ.মৃত্যুঞ্জয় অন্য পাপ করছিল বলে 

ঘ.সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে 

উঃ ঘ.সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে 

৩১.সন্ন্যাসী অবস্থায় কাম্মা খায় গিয়ে সিদ্ধ হইয়া আসিছে এখানে সিদ্ধ হওয়া বলতে কি বুঝানো হয়েছে? 

ক.গরমে অসুস্থ 

খ.সূর্য তাপে দগ্ধ

গ.সন্ন্যাসী সাফল্য 

ঘ.সন্ন্যাসে ইস্তফা 

উঃ গ.সন্ন্যাসে সাফল্য 

৩২.বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটিকে প্রধান রূপে ফুটিয়ে তুলেছেন? 

ক.মানবতাবোধ

খ.প্রেমের মহিমা 

গ.চারিত্রিক  দৃঢ়তা 

ঘ.সেবা পরায়ণতা 

উঃ খ. প্রেমের মহিমা 

৩৩.নিকা শব্দটি বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত হয়েছ?  

ক.বাগান অর্থে 

খ.হিল্লা অর্থে 

গ.বিয়ে অর্থে 

ঘ.সম্বন্ধ অর্থে 

উঃ গ. বিয়ে করতে 

৩৪.মৃত্যুঞ্জয় সাগরে জীবন গ্রহণ করলো কেন? 

ক.বিলাসীকে ভালবেসে বিয়ের কারণে 

খ.সাপ ধরা তার শখ ছিল বলে 

গ.সাপুড়ে জীবন তার ভালো লাগতো  বলে 

ঘ.গ্রাম ছাড়া হয়েছিল বলে 

উঃ ক.বিলাসী কে ভালবেসে বিয়ের কারণে 

৩৫.খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি? 

ক.নিচু জাতের হাতে ভাত খাওয়া 

খ.নিচু জাতের মেয়ে নিকা করা 

গ.সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা 

ঘ.উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা 

উঃ ক. নিচু জাতের হাতে ভাত খাওয়া 

৩৬.বিলাসী কেন আত্মহত্যা করেছিল? 

ক.স্বামীর শোকে 

খ.নিন্দার ভয়ে 

গ.প্রতিবাদস্বরূপ 

ঘ.অভিমান করে 

উঃ ক. স্বামীর শোকে

৩৭.আমি তার গায়ে হাত দিতে পারিনি কারণ কি? 

ক.শক্তি নেই বলে 

খ.মৃত্যুঞ্জয়ের নিষেধ ছিল বলে 

গ.পাপ কাজ বলে 

ঘ.বিবেকের তাড়নায় 

উঃ ঘ. বিবেকের কারণে 

৩৮.চল্লিশের কোটা বলতে কি বুঝায়? 

ক. একতিশ থেকে চল্লিশ পর্যন্ত 

খ.চল্লিশ  থেকে উনপঞ্চাশ পর্যন্ত 

গ.উনচল্লিশ  থেকে চল্লিশ  পর্যন্ত 

ঘ.চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত 

উঃ খ. চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত 

৩৯.কামচাটাকা কি? 

ক.দ্বীপ 

খ.উপদ্বীপ 

গ.সাগর 

ঘ.মহাসাগর 

উঃ খ. উপদ্বীপ  

৪০.পৃথিবীর গভীরতম হৃদ কোনটি? 

ক.বাসল্ট  

খ.ক্যাম্পিয়ান 

গ.বৈকাল 

ঘ.কাপ্তাই 

উঃ গ. বৈকাল 

৪১.বীণাপাণি কীসের দেবি?

ক.বুদ্ধির 

খ.অন্নের 

গ.বিদ্যার 

ঘ.সিদ্ধির 

উঃ গ. বিদ্যার

৪২.বিলাসী গল্পে উল্লিখিত সময়কালে দশম শ্রেণী ছিল কোনটি? 

ক.ফোর্থ ক্লাস 

খ.ফাস্ট ক্লাস 

গ.সেকেন্ড ক্লাস 

ঘ.থার্ড ক্লাস 

উঃ খ.ফার্স্ট ক্লাস 

৪৩.রম্ভা শব্দের অর্থ কি? 

ক.আম

খ.জাম

গ.রসনা

ঘ.কলা

উঃ ঘ. কলা

৪৪.এডেন কি?

ক.গ্রাম

খ.শহর

গ.নগর

ঘ.বন্দর 

উঃ ঘ. বন্দর 

৪৫.গিয়াসউদ্দিন তোগলক কে ছিলেন? 

ক.বাদশাহ

খ.সম্রাট 

গ.পর্যটক 

ঘ.সুলতান 

উঃ খ.সম্রাট 

৪৬.প্রত্নতান্ত্রিক বলতে নিচের কোনটি বোঝায়? 

ক.সমাজতত্ত্ববিদ

খ.ধর্মতত্ত্ববিদ 

গ.পুরাতত্ত্ববিদ 

ঘ.আইন তত্ত্ববিদ 

উঃ গ.পুরাতত্ত্ববিদ

৪৭.বিলাসী গল্পটি কোন সময়ের সামাজিক অসংগতিকে ইঙ্গিত করে? 

ক.১৮ শতকের 

খ.১৯ শতকের 

গ.২০ শতকের 

ঘ.২১ শতকের 

উঃ গ. ২০ শতকের 

৪৮.বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? 

ক.ন্যাড়ার 

খ.বিলাসীর 

গ.মৃত্যুঞ্জয়ের 

ঘ.খুড়ার 

উঃ ক. ন্যাড়ার 

৪৯.বিলাসী গল্পের নামকরণ সার্থকতা মূলত কিসে? 

ক.মূল চরিত্র অঙ্কনে   

খ.পার্শ্বচরিত্র অঙ্কনে 

গ.বিলাসীর আত্মবিসর্জনে 

ঘ.বিলাসের প্রেমের পরিপূর্ণতায়

উঃ ক. মূলচরিত্র অঙ্কনে 

৫০.বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় এবং কত সালে 

ক.জি বাংলা পত্রিকায় ১৯২০ সালে 

খ.সমকাল পত্রিকায় ১৯৩০ সালে 

গ.ভারতী পত্রিকায় ১৯১৮ সালে 

ঘ.আনন্দবাজার পত্রিকা ১৯৯০ সালে 

উঃ গ.ভারতী পত্রিকায় ১৯১৮ সালে 

তো এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বাছাই করা সেরা ৫০ টি বিলাসী গল্পের mcq । আজকের এই নিবন্ধ থেকে তুমি কতটুকু শিখতে পেয়েছ তা নিচে দেওয়া বিলাসী গল্পের mcq mock test অংশগ্রহণ করে খুব সহজে যাচাই করে নিতে পারবে।

তাই দেরি না করে এখনি বিলাসী গল্পের mcq মক টেস্টে অংশগ্রহণ করো এবং তুমি কতটুকু শিখতে পেরেছ তা যাচাই করে নাও।


বিলাসী গল্পের MCQ QUIZ EXAM & Results 

বিষয় বিলাসী গল্পের MCQ 
একাদশ ও দ্বাদশ  বাংলা প্রথম পত্র 
প্রশ্ন সংখ্যা ৫০টি
পূর্ণমান ৫০
সময় ৬০সে./প্রশ্ন

Time’s Up

score:

মকটেস্ট ফলাফল

মোট প্রশ্ন সংখ্যা:

উত্তর দিয়েছেন:

সঠিক উত্তর:

ভুল উত্তর:

Percentage:



শেষ কথা:

প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই নিবন্ধন মাধ্যমে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের বিলাসী গল্পের mcq থেকে 50 টি সেরা mcq উপস্থাপন করেছি আশা রাখতেছি এই নিবন্ধটি তোমাদের ভালো লেগেছে। এমনকি বিলাসী গল্পের mcq এর ওপর একটি কুইজ বা মক টেস্ট এর আয়োজন করেছি যা থেকে তুমি কতটুকু শিখতে পেরেছ তা যাচাই করতে পারবে। 

পরিশেষে বলতে চাই আজকের এই নিবন্ধ থেকে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবে যাতে তোমার বন্ধু-বান্ধব খুব সহজেই এই বিষয়গুলো জানতে পারে।

2 thoughts on “বিলাসী গল্পের MCQ (Quiz & PDF) | বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *